Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যান্ডারসনের ছয়শ’র পথে ফলোঅনে পাকিস্তান


২৪ আগস্ট ২০২০ ০৫:৪২

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে নিজেকে অনন্য করে তুলেছেন ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন। ৩৮ বছর বয়সে এসেও পাকিস্তানের ব্যাটিং লাইন আপ একাই গুড়িয়ে দিচ্ছেন। সফরকারী পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। আর তাতেই ক্যারিয়ারের ২৯তম বারের মতো টেস্টে পাঁচ উইকেট শিকার করলেন জিমি অ্যান্ডারসন। আর তার সুইং জাদুতে নাস্তানাবুদ হয়ে ইংলিশদের বিপক্ষে ফলোঅনে পড়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

অবশ্য তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলেই পাকিস্তানের টপ অর্ডার ধসিয়ে দিয়েছিলেন জিমি। আর তৃতীয় দিনে এসে সেই ধ্বংসস্তুপে এপিটাফ গড়ে দিলেন। তার সুইং জাদুতে নাস্তনাবুদ ড্রেসিংরুমে ফিরেছেন পাকিস্তানের পাঁচ ব্যাটসম্যান। আর বাকি পাঁচজনকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ডম বেস, ক্রিস ওকস আর স্টুয়ার্ট ব্রড। ইংলিশদের পেস তোপে বিধ্বস্ত পাকিস্তানকে একাই টানেন অধিনায়ক আজহার আলি। দুর্দান্ত এক শতক হাকিয়েও দলকে ফলোঅন থেকে বাঁচাতে পারেননি আজাহার।

বিজ্ঞাপন

সাউদাম্পটনের এইজেস বৌলে তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনটাও নিজেদের করে নিয়েছে ইংলিশরা। প্রথম ইনিংসে জ্যাক ক্রাউলির রেকর্ড গড়া ২৬৭ রানে ৫৮৩ রানের পাহাড় গড়ে ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে ২৭৩ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে পাকিস্তান। ৫৬ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে একাই পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন অ্যান্ডারসন। আর সেই সঙ্গে ক্রিকেট ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্টে ছয়শো উইকেট তুলে নেওয়ার দ্বারপ্রান্তেও পৌঁছে যান তিনি। এই মাইলফলক স্পর্শ করতে অ্যান্ডারসনের প্রয়োজন আর মাত্র ২ উইকেট।

আর পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের সময়েও বুক চিতিয়ে লড়েছেন অধিনায়ক আজাহার আলী। ৪০৬ মিনিট সাউদাম্পটনের উইকেট আকড়ে পড়ে থাকেন আজাহার। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। দলের প্রয়োজনের সময়ে একাই মোকাবিলা করেছেন অ্যান্ডারসন, ব্রড, ওকসদের তোপের গোলা। ২৭২ বল খেলে নামের পাশে ১৪১ রান যোগ করেন আজাহার। তবে উইকেটের অপর প্রান্ত থেকে তাকে কেউ যোগ্য হিসেবে সঙ্গ দিতে না পারলে মাত্র ২৭৩ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস।

আজাহারের পর পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৩ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। আর বাবর আজম করেন ১১ রান। এছাড়া পাকিস্তানের টপ অর্ডারের সকল ব্যাটসম্যানই ব্যর্থ হয়ে ফেরেন প্যাভিলিয়নে। ইংল্যান্ড পাকিস্তানকে ফলোঅন করানোয় চতুর্থ দিনে ইনিংস হার এড়াতে নামবে আজহার আলিরা।

এর আগে ৩ উইকেটে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে পাকিস্তান। ইংল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৮ উইকেটে ৫৮৩ রান তুলে। অর্থাৎ ফলোয়ন এড়াতে পাকিস্তানের প্রয়োজন ছিল ৩৬০ রান। তবে তৃতীয় দিনে কেবল ২৪৯ রানই যোগ করতে পারে সফকারিরা। দিনের শুরুতেই ছন্দ হারিয়ে ফেলা আসাদ ৫ রান করেই অ্যান্ডারসনের বলে স্লিপে রুটের হাতে জমা পড়েন। ৩০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

পঞ্চম উইকেটে ১১ বছর পর পাকিস্তান দলে সুযোগ পাওয়া ফেরা ফাওয়াদ আলমকে নিয়ে ইনিংস মেরামত শুরু করেন আজহার। দুজনে বেশ কিছু সময় ধরে চালান ইংনিস মেরামতের কাজ। তবে জুটিটা জমে উঠতেই ছন্দপতন। অফ স্পিনার ডম বেসের দারুণ লাফিয়ে উঠা এক বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ২১ রান করা বাঁ-হাতি ফাওয়াদ।

এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে পাকিস্তান। স্বপ্নকে বাস্তবে অনেকটা রুপও দিয়েছিলেন এই দুই ব্যাটসম্যান। রিজওয়ানের সঙ্গে গড়েন শত রানের জুটি। আর ক্যারিয়ারের ১৭তম শতকও তুলে নেন আজাহার। তবে ভয়ংকর হয়ে ওঠা জুটিটি ভাঙেন ওকস। রিজওয়ান ওকসের বলে লেগ সাইডে ঠেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। বাদিকে লাফিয়ে সেই ক্যাচ নিয়ে ১৩৮ রানের জুটি ভাঙ্গতে অবদান রাখেন জস বাটলার।

এরপর টেল এন্ডারদের নিয়ে লড়ছিলেন আজহার। কিন্তু নতুন বল হাতে পেয়েই ইয়াসির শাহ, শাহিন শান আফ্রিদিদের উইকেট তুলে নেন ব্রড। আর এরপর বাকিদের দুমড়ে মুচড়ে দেন অ্যান্ডারসন। শেষ পর্যন্ত অ্যান্ডারসন ৫টি, স্টুয়ার্ট ব্রড ২টি আর একটি করে উইকেট নেন ক্রিস ওকস এবং ডম বেস।

৩য় টেস্ট ইংল্যান্ড বনাম পাকিস্তান ছয়শো টেস্ট উইকেট জিমি অ্যান্ডারসন পাকিস্তান ফলোঅনে

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর