Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচশ’র চূড়ায় ব্রাভো


২৭ আগস্ট ২০২০ ১৫:৩৬

রাহকিম কর্নওয়ালকে আউট করার পর ডোয়াইন ব্রাভোর উদযাপনটা হলো দেখার মতো। মাথার ওপর হাতের পাঁচ আঙুল দেখিয়ে মুখে হাসি টেনে উঁচু গলায় বলছিলেন, ‘ফাইভ হান্ড্রেড! ফাইভ হান্ড্রেড!’ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লিুসিয়ার ব্যাটসম্যান কর্নওয়ালকে ফিরিয়েই কাল প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ব্রাভো।

টি-টোয়েন্টিতে উইকেট শিকারের দিক দিয়ে অনেক বছর ধরেই সবার উপরে ক্যারিবিয়ান অলরাউন্ডার। তিনশ ও চারশ উইকেটর মাইলফলকও সবার আগে পেরিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। কাল আরও একটা উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে নিজের উইকেট সংখ্যাকে ৫০১-এ নিয়েছেন ব্রাভো।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যায় তার ধারে কাছেও নেই কেউ। দুই নম্বরে থাকা শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার উইকেট ৩৯০টি। সেরা পাঁচে এরপর আছেন যথাক্রমে সুনিল নারিন (৩৮৩), ইমরান তাহির (৩৭৪) ও সোহেল তানভীর (৩৫৬)। বাংলাদেশের সাকিব আল হাসান আছেন তালিকার ছয় নম্বরে। ৩০৮ টি-টোয়েন্টি খেলা সাকিবের উইকেট সংখ্যা ৩৫৪টি। কদিন আগেই তাকে টপকে পাঁচ নম্বর স্থানটি দখল করেছেন পাকিস্তানের সোহেল তানভীর।

ব্রাভোর অসাধারণ মাইলফলক স্পর্শ করার দিনে ডিএল ম্যাথোডে ছয় উইকেটের জয় পেয়েছে তার দল ত্রিনবাগো নাইট রাইডার্স। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে সেন্ট লুসিয়া ১৭.১ ওভারে ৬ উইকেটে ১১১ রান তুললে বৃষ্টি হানা দেয়। তারপর খেলা শুরু হলে সেন্ট লুসিয়া ব্যাটিংয়ের সুযোগ পায়নি আর, ডিএল ম্যাথোডে ত্রিনবাগোর টার্গেট দাঁড়ায় ৯ ওভারে ৭২ রান। ৪ উইকেট হারিয়ে ৮ ওভারেই জয় নিশ্চিত করে ত্রিনবাগো। চারে নেমে ১৩ বলে সর্বোচ্চ ২৩ রান করেন ব্রাভো। বল হাতে দুই উইকেট পেয়েছেন তিন ওভার বোলিং করে মাত্র ৭ রান খরচায়।

বিজ্ঞাপন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ডোয়াইন ব্রাভো

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর