Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমা-রুমানাদের নতুন কোচ আগামী মাসেই


২৭ আগস্ট ২০২০ ১৬:৪৪ | আপডেট: ২৭ আগস্ট ২০২০ ২১:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেল জুনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সকল সম্পর্ক চুকিয়ে বিদায় নিয়েছেন নারী ক্রিকেট দলের সাবেক কোচ আনজু জেইন। তার প্রস্থানের পর নতুন কোচ খুঁজতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সেই মিশন অবশ্য শেষ পর্যায়ে। সেপ্টেম্বরেই নতুন হেড কোচ পাচ্ছেন সালমা খাতুন ও রুমানা আহমেদরা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি ও দলের মধ্যে অযাচিত কর্তৃত্ব ফলানোর অভিযোগে সাবেক টাইগ্রেস কোচ আনজু জেইনের সঙ্গে মার্চে শেষ হয়ে যাওয়া চুক্তির মেয়াদ আর বাড়ায়নি বিসিবি। কর্মস্থলের মনোভাব বুঝতে আনজুরও বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। ‘এখানেই সব শেষ’ ধরে নিয়ে নিজে থেকেই সটকে পড়েছেন। ভারতের বারদা ক্রিকেট অ্যাসোসিয়েশন এখন ভারতীয় বংশোদ্ভুত এই কোচের নতুন ঠিকানা। তার চলে যাওয়ায় বিসিবিও নতুন কোচ খুঁজতে শুরু করে দেয়। এবং সেই কাজটি তারা শেষও করে এনেছে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টাইগ্রেসদের নতুন কোচের নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলাম চৌধুরী নাদেল।

তিনি জানালেন, ‘সামনে মাসের শেষ দিকে আমরা নতুন কোচ নিয়োগ দিতে পারব বলে আশা করছি। যিনি আসবেন তিনি ভালো বলেই আশা করছি।’

নারী ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ নারী ক্রিকেট দল বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর