Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব ফিরছেন সোমবার


২৯ আগস্ট ২০২০ ১১:৫৭ | আপডেট: ২৯ আগস্ট ২০২০ ১৬:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগামী সোমবার (৩১ আগস্ট) দেশে ফিরছেন সাকিব আল হাসান। ওই দিন বিকেল ৩টায় দেশসেরা এই অলরাউন্ডারের ঢাকায় পৌছানোর কথা রয়েছে। দেশে ফিরে প্রথমে করোনা পরীক্ষা করাবেন ২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা এই টাইগার। রিপোর্ট নেগেটিভ এলে তবেই লঙ্কা সিরিজকে সামনে রেখে ব্যক্তিগত অনুশীলনের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে চলে যাবেন তিনি।

সাকিবের ঘনিষ্ঠ সূত্র শনিবার (২৯ আগস্ট) সারাবাংলাকে এখর নিশ্চিত করেছেন।

সুত্রটির দেওয়া তথ্যমতে, ‘সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দুবাইয়ে ট্রানজিট নিবেন সাকিব। দেশে পৌঁছাতে বিকেল ৩টা বাজবে।’

বিজ্ঞাপন

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গেল মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব আল হাসান। প্রায় ছয় মাস যুক্তরাষ্ট্রের মেডিসন শহরে অবস্থান শেষে ফিরছেন দেশে।

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানানোয় গেল বছরের ২৮ অক্টোবর নিষিদ্ধ হন এই টাইগার পোস্টার বয়। যা শেষ হচ্ছে চলতি বছরের অক্টোবরের ২৯ তারিখে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তার আর কোন বাঁধাই থাকছে না। এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন স্বাগতিক লংকানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই সাকিবকে পাওয়া যাবে।

বাংলাদেশ ক্রিকেট বিসিবি সাকিব আল হাসান সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর