ফুটবলারদের বেতন-চুক্তি নিয়ে ক্লাবগুলোর ‘কৌশলী প্রস্তাব’
১ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৪
ঢাকা: গেল যে মৌসুমটা পরিত্যক্ত হয়েছে সে লিগে অনেক ফুটবলারদের বেতন বকেয়া ছিল। সামনের নতুন মৌসুমে কেমন চুক্তি হবে, দলবদল কেমন হবে সে বিষয়ে আজ প্রস্তাবনা এসেছে। খেলোয়াড়রা পরিত্যক্ত মৌসুমের বকেয়া বেতন পরিশোধের ভিত্তিতে আগাম মৈসুমে ৩০ থেকে ৪০ শতাংশ বেতন ছাড় দেয়াতে রাজি ছিলেন। আজ ক্লাবরা ফুটবলারদের বেতন নিয়ে একটা কৌশলী প্রস্তাব দিয়েছে।
ক্লাবদের প্রস্তাব অনুযায়ী পরিত্যক্ত মৌসুমের বকেয়া পরিশোধ করে আগামী ২০২০-২১ মৌসুমে ২০-২৫ পর্যন্ত বেতন পরিশোধ করতে পারবে ক্লাবগুলো। অর্থাৎ ফুটবলাররা নতুন মৌসুমে চুক্তি অনুযায়ী ২০-২৫ শতাংশ বেতন পাবে। এবং ফুটবলাররা তাদের নিজের ক্লাবই খেলবে।
পেশাদার লিগ কমিটির ২৫তম সভায় আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ প্রস্তাবনাই দিয়েছে ক্লাবগুলো।
এর আগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) ১৩ ক্লাবের ২৫ ফুটবলারের সঙ্গে বৈঠক করেছিল বাফুফের পেশাদার লিগ কমিটি। সেখানে ক্লাবে ফুটবলারদের চুক্তিসহ বেতন নিয়ে আলোচনা করেছেন ফুটবলাররা।
ফুটবলারদের অনুরোধ ছিল এমন, ২০১৯-২০ মৌসুমের যে লিগটা বাতিল হলো সেই লিগে ক্লাবের হয়ে পুরো অর্থই অনেকে পাননি। পরের মৌসুমে উইন্ডো বা লিগ শুরু আগে যাতে চু্ক্তির পুরো অর্থই যেন পরিশোধ করে ক্লাব কর্তৃপক্ষ। সেটা হলে পরের ২০২০-২১ মৌসুমে চুক্তির ৩০ থেকে ৪০ শতাংশ পারিশ্রমিক ছাড় দিতে রাজি আছেন তারা। আর বাফুফেকে মধ্যস্ততার ভূমিকায় রাখার অনুরোধ করেছেন তারা।
এদিকে আজকের বৈঠকে কৌশলী প্রস্তাব দিয়েছে ক্লাবগুলো। ফুটবলাররা তাদের স্ব স্ব ক্লাবের সঙ্গেই চুক্তিবদ্ধ থাকবেন। সঙ্গে পরিত্যক্ত মৌসুমের বেতন সহ আগামী মৌসুমে আগের মৌসুমের চুক্তির বেতন অনুযায়ী ২০-২৫ শতাংশ বেতন পাবে।
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, ‘ফুটবলারদের প্রস্তাব পেশ করা হয়েছে আজকের বৈঠকে। ক্লাবগুলো যে প্রস্তাব দিয়েছে বিষয় এমন যে যদি কারো বেতন ধরি ১০০ টাকা। তাহলে সে দুই মৌসুম মিলিয়ে ১২০ টাকা পাবে। ২০-২৫ শতাংশ বাড়িয়ে আগামী মৌসুমের জন্য খেলবে ফুটবলাররা। করোনাক্রান্তির বিষয়টি বিবেচনায় এনে এমন প্রস্তাবনা নেয়া হয়েছে।’
প্রস্তাবনাগুলো চিঠি দিয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছে পাঠাবে পেশাদার লিগ কমিটি। এবং সপ্তাহখানের মধ্যে পর্যালোচনা করে চিঠির জবাব দিবে ক্লাবগুলো। পরে ১১ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ক্লাবগুলোর সঙ্গে বসে লিগের সব বিষয় চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।