Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন নেই


১০ মার্চ ২০১৮ ১৯:২২

সারাবাংলা ডেস্ক

দুই দলের সবশেষ সিরিজে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ (২-০) হারের পর এবার লঙ্কানদের তাদের মাটিতেই মোকাবেলা করবে মাহমুদউল্লাহর দল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে যে একাদশ ছিল, সেটাই রেখে দিয়েছে টিম ম্যানেজম্যান্ট।

বিজ্ঞাপন

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা বাংলাদেশের ম্যাচটি। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে স্বাগতিকদের বিপক্ষে তামিম-মুশফিকরা।

নিদাহাস ত্রিদেশীয় সিরিজে ভারত ম্যাচের হতাশা ভুলে মাহমুদউল্লাহ-তামিম-মুশফিক-মোস্তাফিজদের সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। ওদিকে, বাংলাদেশকে হারিয়ে জয়ে ফিরেছে উদ্বোধনী খেলায় লঙ্কানদের কাছে হেরে যাওয়া ভারত।

এই প্রেমাদাসা স্টেডিয়ামেই দুই দলের সবশেষ লড়াইয়ে জিতেছে বাংলাদেশ। তবে, চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও লঙ্কানরা উড়ন্ত সূচনা করেছে ভারতকে হারিয়ে। অথচ, দ্বিতীয় সারির সেই ভারতের বিপক্ষেই প্রথম ম্যাচে ততটা লড়াই করতে পারেনি বাংলাদেশ।

শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, দুশমন্ত চামিরা এবং নুয়ান প্রদীপ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন এবং নাজমুল ইসলাম অপু।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর