Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোয়ার্টারে সেরেনা


৮ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩০

হাড্ডাহাড্ডি লড়াই করেও দ্বিতীয় সেটটা জিততে পারেননি সেরেনা উইলিয়ামস। তবে মার্কিন কৃষ্ণকলি তৃতীয় সেটে ঘুরে দাঁড়ালেন দুর্দান্তভাবে। এই প্রত্যাবর্তনটাই ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দিয়েছে সেরেনাকে। ইউএস ওপেনের শেষ ষোলোর লড়াইয়ে গ্রিসের মারিয়া সাকারিকে ৬-৩, ৬-৭ (৬-৮), ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টারে উঠেছে মার্কিন কিংবদন্তি।

সাকারির মুখোমুখি হওয়ার আগে হয়তো একটু স্নায়ূচাপেই ছিলেন সেরেনা! গত সপ্তাহে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনে যে এই সাকারির বিপক্ষে হেরেই যে বিদায় নিতে হয়েছিল তাকে। স্নায়ুচাপে আছেন কিনা সেটা অবশ্য প্রথম সেটে বুঝতে দেননি না সেরেনা। ৩৭ মিনিটে দাপুটেই প্রথম সেট জিতে নেন মার্কিন তারকা। আসল লড়াইটা হলো দ্বিতীয় সেটে এসে। সেরেনাকে শেষ পর্যন্ত হারিয়েই দিলেন ২৫ বছর বয়সী সাকারি।

বিজ্ঞাপন

তবে মার্কিন কৃষ্ণকলি তৃতীয় সেটে ঘরে দাঁড়াতে পেরেছেন দারুণভাবে। সেমিফাইনালে উঠার লড়াইয়ে সেরেনার প্রতিপক্ষ বুলগেরিয়ার পিরোনকোভা। এদিকে, নারী এককের অপর লড়াইয়ে হেরে গেছেন যুক্তরাষ্ট্রের আরেক তারকা সোফিয়া কেনিন। বেলজিয়ামের এলিস মের্টেন্সের বিপক্ষে ৬-৩, ৬-৩ গেমে হেরে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন জয়ী কেনিন।

কোয়ার্টারে সাবেক নাম্বার ওয়ান তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে লড়বেন মের্টেন্সে। শেষ ষোলোর লড়াইয়ে কারোলিনা মুচোভাকে ৫-৭, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে চার বছর পর কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন আজারেঙ্কা।

পুরুষ এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই ডমিনিক টিম ও তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ।

বিজ্ঞাপন

ইউএস ওপেন সেরেনা উইলিয়ামস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর