২১ পদের বিপরীতে ৪৯, বাফুফের আয় ১৭ লাখ
৮ সেপ্টেম্বর ২০২০ ১৯:০৫
ঢাকা: একতরফা নির্বাচনের আভাস মিললেও নতুন মোড় নিয়েছে ভোটের লড়াইয়ে। ২১ পদের বিপরীতে মনোননয়ন সংগ্রহ করেছেন ৪৯ জন প্রার্থী। সবচেয়ে বড় পদ সভাপতি পদপ্রার্থীই তিনজন। একটি সিনিয়র সহ-সভাপতি পদে লড়বেন দুই জন, চারটি সহ সভাপতি পদে লড়বেন ৮জন। আর ১৫ সদস্য পদের বিপরীতে লড়বেন ৩৬ জন। মনোনয়ন বিক্রি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয় হয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকা।
বাফুফে সূত্রে জানা যায়, ‘বাফুফে নির্বাচন ২০২০’ এর নির্বাচন উপলক্ষে সভাপতি পদে ৩ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৮ জন এবং সদস্য পদে ৩৬ জন মনােনয়নপত্র ক্রয় করেন। মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ দিনে সবচেয়ে বেশি ফরম বিক্রি হয়। সব মিলিয়ে বিক্রি হয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকা।
আজ মঙ্গলবার সব প্রার্থী মনোনয়নপত্র জমা দেন নির্বাচন কমিশনের কাছে।
বাফুফে সভাপতি কাজী মো: সালাহউদ্দীন, বাফুফে সহ-সভাপতি বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক সভাপতি পদের জন্য মনোনয়ন পত্র ক্রয় করেন।
সিনিয়র সহ-সভাপতি পদের জন্য বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি ও শেখ মােঃ আসলাম মনোনয়ন পত্র ক্রয় করেন।
সহ-সভাপতি পদের জন্য বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি , এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, মোঃ আমিরুল ইসলাম বাবু, মোঃ আতাউর রহমান ভূঁইয়া মানিক ও ইমরুল হাসান মনোনয়ন পত্র ক্রয় করেন।
সদস্য পদের জন্য মােঃ মিজানুর রহমান, মােঃ ফজলুর রহমান বাবুল, মােঃ হাসানুজ্জামান খান, জাকির হােসেন বাবুল, মােঃ রায়হান কবির, মােঃ সাইফুর রহমান মনি, হারুনুর রশীদ, মােঃ শওকত আলী খান জাহাঙ্গীর, মাহফুজা আক্তার (কিরন), সত্যজিৎ দাশ রূপু, মােঃ ইলিয়াছ হােসেন, বিজন বড়ুয়া, মোঃ ইকবাল হােসেন,অমিত খান শুভ্র , মহিউদ্দিন আহমদ সেলিম, জাকির হােসেন চৌধুরী, সৈয়দ রিয়াজুল করিম, কামরুল হাসান হিলটন, ইমতিয়াজ হামিদ সবুজ, মােঃ আসাদুজ্জামান মিঠু, মােঃ নুরুল ইসলাম (নুরু), শাকিল মাহমুদ চৌধুরী, সাইদুর রহমান মানিক মনোনয়ন পত্র ক্রয় করেন।
৯ সেপ্টেম্বর মনোনয়নপত্রের ওপর আপত্তি শোনা হবে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, ১১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই (বিকেল ৩টা থেকে), ৮-১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও ব্যালট দেয়া হবে। ৩ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম), নির্বাচন (দুপুর ২টা থেকে বেলা ৬টা) ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
১৩৯ জন কাউন্সিলর একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।
বাফুফে নির্বাচনী সাধারণ সভা ২০২০ আগামী ০৩ অক্টোবর প্যান প্যাসিফিক সােনারগাঁও হােটেল ঢাকায় অনুষ্ঠিত হবে।