বর্ণবাদের শিকার নেইমার, লাল কার্ড দেখার পর আত্মপক্ষ সমর্থন
১৪ সেপ্টেম্বর ২০২০ ১৪:১৬
ফ্রেঞ্চ লিগ ওয়ানের দ্বিতীয় ম্যচেও হারের মুখ দেখেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজি। তবে ম্যাচের ফলাফলকে ছাড়িয়ে এদিন আলোচনার মূল বিষয় হিসেবে জায়গা করে নিয়েছে ম্যাচ শেষের নাটকীয়তা। শেষ পর্যন্ত হাতাহাতিতে জড়িয়ে দুই দলের পাঁচ খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। আর এর মধ্যে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও। তবে নেইমার জানালেন ম্যাচের ভেতর তাকে উদ্দেশ্য করে বর্ণবাদি আচারণ করেন মার্শেইর আলভারো গঞ্জালেজ।
খেলার নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর তখন চলছিল অতিরিক্ত সময়। আর এই সময়ই মার্শেইর আলভারো গঞ্জালেজের মাথার পেছনে ঘুষি মারেন নেইমার জুনিয়র। ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়লে রেফারি দুই দলের মোট পাঁচ খেলোয়াড়কে লাল কার্ড দেখান। এর মধ্যে পিএসজির রয়েছেন নেইমার জুনিয়র, লেভিন কুরজাওয়া এবং লিওনার্দো পারদেস। আর মার্শেইয়ের রয়েছেন জর্ডান অ্যামভি এবং ডারিও বেন্দেত্তো। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় মার্শেইয়ের এক খেলোয়াড় নেইমারকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছেন বলে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন নেইমার।
আর বিতর্কের শুরু সেখান থেকেই। নেইমার বারবার টিভি ক্যামেরাকে উদ্দেশ্য করে বলছিলেন তিনি বর্ণবাদের আচারণের শিকার। আর সেকারণেই আলভারোর মাথায় ঘুষি মারেন। ম্যাচ শেষে এই ব্যাপারটিকে তিনি নিয়ে যান সামাজিক যোগযোগ মাধ্যম পর্যন্ত। সেখানে নেইমার প্রথমে বলেন, ‘আমার একটাই হতাশা যে আমি ওই বেয়াদবের মুখে ঘুষি মারিনি।’
টিভি ক্যামেরা উদ্দেশ্য করে নেইমার মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার সময় বলেন, ‘সে (আলভারো গঞ্জালেজ) একটা বর্ণবাদি, এই কারণে আমি ওকে মেরেছি।’
পরবর্তীতে আরও একটি টুইটের মাধ্যমে নেইমার বলেন, ‘আমি জানি ভিএআর আমার ব্যবহারটি সহজেই ধরতে পেরেছে। কিন্তু তারা এটা ধরতে পারেনি যে সে আমাকে বর্ণবাদি মন্তব্য করেছে। আমাকে বানর এবং আমার মাকে নিয়ে গালি দিয়েছে। তাদের কি কিছু হবে না?’
ম্যাচ শেষে মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার সময় রেফারিদের উদ্দেশ্য করে হাততালিও দিয়েছিলেন নেইমার। কারণ বর্ণবাদি আচারণের শিকার হওয়ার পরেও তার প্রতিবাদ করার ফলে তাকেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে।
এদিকে ম্যাচ শেষে আলভারো গঞ্জালেজ আত্মপক্ষ সমর্থন করে টুইটারে নিজের সতীর্থদের সঙ্গে ছবি দেন।
তবে নেইমারের অভিযোগ বেশ গুরুত্ব সহকারেই দেখবে ফ্রেঞ্চ লিগ ওয়ান। আর পরবর্তীতে এই অভিযোগ নিয়ে তদন্তও করবে লিগ ওয়ান কর্তৃপক্ষ।
নেইমার জুনিয়র পিএসজি বনাম মার্শেই ফ্রেঞ্চ লিগ ওয়ান বর্ণবাদের শিকার লাল কার্ড