Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কিল অনুশীলনে ফিরতে পেরে আনন্দিত মাহমুদউল্লাহ


২০ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৬

করোনাকালীন সময়ে বাংলাদেশি ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন অনেক আগে। দিন যতো গড়িয়েছে অনুশীলন যেমন বেগবান হয়েছে, তেমনি অনুশীলনে ক্রিকেটারদের উপস্থিতির সংখ্যাও বেড়েছে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরে পুরো দমেই অনুশীলন করছেন ক্রিকেটাররা। তবে আসল অনুশীলন বলতে যা বোঝায় অর্থাৎ অনুশীলনে ব্যাটে-বলের যে দ্বৈরথ সেটা শুরু হয়েছে আজ থেকে।

একদিন আগে স্কিল ক্যাম্পের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডাক পাওয়া ক্রিকেটাররা আজ স্কিল (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) অনুশীলন করেছেন। দলগতভাবে স্কিল অনুশীলন শুরু করতে পারার বিষয়টাতে আনন্দ প্রকাশ করলেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ আজ রোববার (২০ সেপ্টেম্বর) অনুশীলনে ফাঁকে সংবাদ মাধ্যমকে বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমরা আজ মিরপুরে দলবদ্ধ অনুশীলন শুরু করলাম, ভালো লাগছে। লকডাউনের সময়টা খুবই কঠিন ছিল, কারণ দল থেকে দূরে, অনুশীলন থেকে দূরে। কিন্তু যতটুকু বাসায় করতে পেরেছি, রানিং বা জিমের কাজগুলো করেছি। কিন্তু স্কিলের কাজগুলো করতে পারছিলাম। এখন এই জিনিসগুলো শুরু করেছি অনেকদিন হল। ব্যক্তিগত অনুশীলন হয়েছে এখন আমরা দলবদ্ধ অনুশীলন শুরু করেছি। এটা দারুণ ব্যাপার।’

অভিজ্ঞ অলরাউন্ডার বললেন, ‘ব্যাটিং করছি ৪-৫ সপ্তাহ হল। ব্যক্তিগতভাবে অনেকগুলো কাজ করার ছিল। ব্যাটিং কোচের সাথে কথা হয়েছিল, সে নির্দেশনা অনুসারে কী কী কাজ করা দরকার ছিল বোলিং মেশিনে সেসব করেছি। এখন সতীর্থদের সাথে কাজ করছি, ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হচ্ছে। সতীর্থরাও বেশ উৎফুল্ল এবং আমিও। কারণ দিনশেষে এটা একটা দলীয় খেলা, দলের সবার সাথে মিলে অনুশীলনটা যদি উপভোগ করা যায় ওটা আরও বেশি কার্যকর হয় নিজের জন্য ও সতীর্থদের জন্য।’

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ জানান, করোনাভাইরাসের কারণে লকডাউনে মাঠে নামার সুযোগ না পেলেও সময়টা কাজে লাগিয়েছেন তিনি, ‘লকডাউনের সময়টাতে আমার একটা জিনিসই উপকার হয়েছে। আমার ফিটনেসটা চেষ্টা করেছি যেন আরও ভালো করা যায়। ট্রেডমিলে অনেক সময় ব্যয় করেছি। ফিজিও ও ট্রেনারের গাইডলাইন ছিল, সপ্তাহ বা ৩-৪ দিন পর পর কথা হত কী কী কাজ করা যায়। জিমের প্রোগ্রামগুলো দেওয়া হয়েছে। ওই জিনিসগুলো নিয়ে কাজ করেছি, ব্যান্ডের কাজগুলো করা হয়েছে। ওগুলো করে বেশ ভালো ফল পেয়েছি। এখন শুধু স্কিলের কাজগুলো করছি। কারণ দিনশেষে স্কিলটাও গুরুত্বপূর্ণ। ফিটনেস ও স্কিল দুটো মিলিয়েই ভালো পারফরম্যান্স করতে হবে।’

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিসিবি মাহমুদউল্লাহ রিয়াদ

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর