Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ম্যাচ বহিষ্কার চান্ডিমাল, জরিমানা রিয়াদের


১১ মার্চ ২০১৮ ২০:০০

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা ম্যাচের উত্তেজনা ছিল পরতে পরতে। প্রেমাদাসা স্টেডিয়ামে সবশেষ ম্যাচ যা হলো তা রীতিমত অবিশ্বাস্য-দুর্দান্ত। উত্তেজনা ছড়িয়েছে খেলোয়াড়দের মাঝেও। দোদুল্যমান ম্যাচে কতবার ম্যাচ থমকে গেছে তার কোনও ইন্তাহা নেই।

শনিবারের লঙ্কানদের বিপক্ষে টাইগারদের ম্যাচে নিয়মলঙ্ঘের অভিযোগ উঠেছে। একটি সময় ক্ষেপণের। অন্যটি আচরণ লঙ্গন।

তবে বড় শাস্তিটা পেল লঙ্কানরাই। নির্ধারিত সময়ের চেয়ে ম্যাচে বেশি সময় নেয়ায় দুই ম্যাচ বহিষ্কার হয়েছে লঙ্কান অধিপতি দিনেশ চান্ডিমাল।

এদিকে টাইগারদের অধিপতি মাহমুদুল্লাহ রিয়াদকেও গুনতে হচ্ছে জরিমানা। আম্পায়ারের সঙ্গে মেজাজ হারানোর জন্য ম্যাচ ফি ২০ শতাংশ জরিমানা পেতে হচ্ছে তাকে।

নিদাহাস ট্রফির পরবর্তী দুই ম্যাচ দর্শক হয়ে থাকতে হচ্ছে চান্ডিমালকে। আইসিসির ম্যাচ রেফারির ইমারত এলিট প্যানেলের ক্রিস বোর্ড এই শাস্তি দিয়েছে লঙ্কান অধিনায়ককে। যদিও এই আচরণ লঙ্গন মনে করেননি তিনি। আইসিসির কোড অব কনডাক্টের আর্টিকেল ২.৫.২ ধারার লঙ্গন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। যার ফলে পরবর্তী দুই ম্যাচে (ভারত ও বাংলাদেশ) থাকতে পারছেন না তিনি। সঙ্গে দলের সব খেলোয়াড়কে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর