ইন্টার মিলানে ভিদাল
২২ সেপ্টেম্বর ২০২০ ২১:৫৬
বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, ইন্টার মিলানে যাচ্ছেন আর্তুরো ভিদাল। এবার তার আনুষ্ঠানিক ঘোষণা এলো। এক বিবৃতিতে ভিদালের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার।
বার্সেলোনার পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। জানা গেছে, চুক্তির সব শর্ত মিলিয়ে ট্রান্সফার ফি দাঁড়াতে পারে ১০ লাখ ইউরো।
ভিদালের বার্সেলোনা ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক আগ থেকেই। ক্লাবটির আগের দুই কোচ এরনাস্তো ভালভার্দে ও কিকে সেতিয়েন সেরা একাদশে বারবার উপেক্ষা করেছেন চিলিয়ান মিডফিল্ডারকে। বার্সার নতুন কোচ রোনাল্ট কোম্যান দায়িত্ব নিয়েই জানিয়ে দেন, তার পরিকল্পনায় ভিদালের জায়গা নেই। তখন থেকেই বুঝা যাচ্ছিল, বার্সা ছাড়তে হচ্ছে ৩৩ বছর বয়সী তারকাকে।
২০১৮ সালে বেশ ঢাকঢোল পিটিয়ে বায়ার্ন মিউনিখ থেকে ভিদালকে কিনেছিল বার্সেলোনা। প্রত্যাশা ছিল জাভির শূন্যতাটা পূরণ করবেন। সেটা পারেননি, বার্সার হয়ে ৯৬ ম্যাচে করেছেন ১১ গোল। তবে মাঠে তার নিবেদন ও ড্রেসিংরুমে ইতিবাচক প্রভাবে বরাবরই প্রসংশিত হয়েছে। বার্সেলোনার হয়ে একটি লা লিগা, একটি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ভিদাল।