Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চারশোর্ধ্ব রানের ম্যাচে রাজস্থানের জয়


২৩ সেপ্টেম্বর ২০২০ ০১:৪১

চতুর্থ ম্যাচেই রান উৎসব দেখল ১৩তম আইপিএল। আজ রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচে রান উঠেছে চারশও বেশি। রান উৎসবের ম্যাচটাতে শেষ হাসি হেসেছে রাজস্থান। ১৬ রানের জয় পেয়েছে স্টিভেন স্মিথের দলটি।

২১৬ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ চেন্নাই। ১৫ ওভার শেষে দলটির রান ছিল পাঁচ উইকেটে ১৩১। অর্থাৎ জয়ের জন্য বাকি ৩০ বলে লাগত ৮৬ রান, যা রীতিমতো পাহাড় ডিঙানোর মতো কঠিন। কঠিন কাজটা করতে পারেনি আইপিএলের অন্যতম সফল দলটি। তবে শেষ দিকের ঝড়ে টিভি সেটের সামনে বসা দর্শকদের মন জিতেছেন ফাফ ডু প্লেসি ও মহেন্দ্র সিং ধোনি। শেষ পাঁচ ওভারে ৭০ রান তুলেছে চেন্নাই।

পড়ুন: র‍্যাবিটহোলের স্পোর্টস চ্যানেলে সাবস্ক্রাইবার ৪০ লাখ ছাড়িয়েছে

শেষ পর্যন্ত তাদের ইনিংস থেমেছে ৬ উইকেটে ঠিক ২০০ রানে। ডু প্লেসি তিনে নেমে মাত্র ৩৭ বলে করেছেন ৭২ রান। তার ইনিংসে চার মাত্র ১টি, ছক্কা ৭টি। ২১ বলে ৩৩ করেছেন শেন ওয়াটসন। এছাড়া সাত নম্বরে নেমে ১৭ বলে ২৯ রান করেছেন ধোনি। রাজস্থানের হয়ে ৩৭ রান খরচায় তিন উইকেট নিয়েছেন রাহুল তেয়াতিয়া।

এর আগে রাজস্থানের ২১৭ রানের সংগ্রহে বড় অবদান সাঞ্জু স্যামসন ও স্টিভেন স্মিথের। তিনে নেমে মাত্র ৩২ বলে ১টি চার ও ৯টি ছয়ে ৭৪ রান করেন স্যামসন। স্মিথ ৪৭ বলে করেছেন ৬৯ রান। তার ইনিংসে চার-ছয় ৪টি করে।

নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে এই ২১৭ রান তুলেছে রাজস্থান। চেন্নাইয়ের হয়ে স্যাম কুরান ৩৩ রান খরচায় তিন উইকেট নিয়েছেন।

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

আইপিএল ২০২০ চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর