Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল থেকে ছিটকে যেতে পারেন মার্শ


২৩ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের বিরুদ্ধে ইনজুরিতে পড়েন মার্শ। প্রথমে ধারণা করা হচ্ছিল সামান্য চোট পেয়েছেন মার্শ, তবে হায়দ্রাবাদের সুত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে মার্শের ইনজুরি আরও মারাত্মক। এবং সে সম্পূর্ণ টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন।

সানরাইজার্স হাদ্রাবাদের হয়ে মৌসুমের প্রথম ম্যাচে খেলতে নেমে ম্যাচের ৫ম ওভারে মার্শের হাতে বল তুলে দেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে ওভারটা শেষও করতে পারেননি মার্শ, চারটি বল করেই মাঠের বাইরে চলে যেতে হয় এই অলরাউন্ডারকে। ওভারের দ্বিতীয় বলে অ্যারন ফিঞ্চের নেওয়া শট আটকাতে গেলে পায়ের গোড়ালি মুচড়ে যায় তার।

বিজ্ঞাপন

পড়ুন: র‍্যাবিটহোলের স্পোর্টস চ্যানেলে সাবস্ক্রাইবার ৪০ লাখ ছাড়িয়েছে

তবে গোড়ালিতে ব্যথা পেলেও দমে যাননি মার্শ। পরবর্তীতে দলের প্রয়োজনের সময় ১০ নম্বরে ব্যাট করতেও নামেন তিনি। তবে ব্যাট করার সময় বেশ অসুবিধা হচ্ছিল মার্শের, শেষ পর্যন্ত তার সাহসিকতাও ১০ রানের হার এড়াতে পারেনি হাদ্রাবাদ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সানরাইজার্সের এক সুত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘মার্শের ইনজুরি বেশ মারাত্মক। আমরা এখনও জানি না যে সে আর কোনো ম্যাচ খেলতে নামতে পারবে কিনা।’ যদিও দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি। মার্শকে হারানোটা সানরাইজার্স শিবিরের জন্য বড় ধাক্কা। এই অলরাউন্ডের বদলি হিসেবে ৩৭ বছর বয়সী ড্যান ক্রিশ্চিয়ানকে দলে ভেড়ানোর কথা ভাবছে দলটি।

এদিকে মার্শকে পাওয়া না গেলে শুরুর একাদশে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকেও দেখা যেতে পারে। হায়দ্রাবাদ অধিনায়ক ওয়ার্নার জানিয়েছেন, ‘মার্শের ইনজুরির খুব ভালো দেখাচ্ছে না। সে অনেক সাহসী বলেই আবারও ব্যাট করতে মাঠে নেমেছিল। কিন্তু আমাদের জন্য এটা অনেক বড় ধাক্কা। মাঠে কি হয়েছে সেটা সবাই দেখেছে, আর মার্শ যে অনেক ব্যথা অনুভব করছে সেটা সবারই বোঝা উচিৎ।’

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

আইপিএল ইনজুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মিচেল মার্শ সানরাইজার্স হায়দ্রাবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর