Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা পজিটিভ রাহি


২৩ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে গতকাল ২৭ ক্রিকেটারসহ প্রায় ৩৫ সাপোর্ট স্টাফের প্রথম দফায় আনুষ্ঠানিক করোনা পরীক্ষা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এর মধ্যে সবাই নেগেটিভ এলেও পজিটিভ হয়েছেন জাতীয় দলের তরুণ পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। আক্রান্ত রাহিকে জাতীয় ক্রিকেট একাডেমিতে আইসোলেশনে রেখে চিকিৎসা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ইউনিট।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পেস বোলার আবু জায়েদ রাহি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তিনি আইসোলেশনে থেকে বিসিবি’র অধীনে চিকিৎসা নিবেন।’

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্ট সামনে রেখে আজ হোম অব ক্রিকেটে চলছে চতুর্থ দিনের মতো চলছে টাইগারদের স্কিল অনুশীলন। যেখানে তিন ক্রিকেটার; এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, লিটন দাস বাদে বাকি ২৪ জনই যোগই দিয়েছেন।

গত রোববার থেকে মিরপুর শের-ই-বাংলায় চলছে টিম টাইগার্সদের স্কিল অনুশীলন। মঙ্গলবার পর্যন্ত ব্যাটে বলে ঘাম ঝরিয়েছেন ১৬ ক্রিকেটার। বাকি ১১ জন জাতীয় দলের ক্রিকেট একাডেমিতে ছিলেন আইসোলেশনে।

আজকের অনুশীলনে নতুন যোগ দেওয়া ক্রিকেটাররা হলেন; নাঈম হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সাইফ হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

দুই দফার এই আনুষ্ঠানিক টেস্টের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর।

আবু জায়েদ রাহি করোনায় আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর