Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট মেজাজেই নেমেছিলেন মুমিনুল


৩ অক্টোবর ২০২০ ১৮:৫৬

সাত মাস পর ব্যাটিংয়ে নেমে মুমিনুল হক শুরুটা করতে চেয়েছিলেন পুরো দস্তুর টেস্ট মেজাজেই। দুই দিনের প্রস্তুতি ম্যাচে আবহাওয়া ও কন্ডিশনে খাপ খাইয়ে সারাদিন ব্যাটিং ছিল প্রস্তুতি ম্যাচে তার মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্যে তিনি সফলও হয়েছেন। সেঞ্চুরি তো করেছেনই। পুরো দিন ব্যাটিং করে নামের পাশে ১১৭ রান যোগ করে ফিরেছেন স্বেচ্ছায় অবসর নিয়ে।

মুমিনুল হক সবশেষ ব্যাট হাতে নেমেছিলেন সাত মাস আগে। ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলেছিলেন টাইগার টেস্ট ব্যাটসম্যান। লম্বা বিরতির পরে আজ নামলেন প্রস্তুতি ম্যাচে রায়ান কুক একাদশের হয়ে। করোনার এই সাত মাসে ম্যাচ খেলা হয়নি মোটেই। অনুশীলন বাদে ব্যাটের সঙ্গে যোগাযোগ বলতে গেলে ছিলই না। কিন্তু কী আশ্চর্য্য! তবুও তার ব্যাট অট্টহাস্যে হেসেছে!

বিজ্ঞাপন

২২০ বল খেলে টাইগার অধিনায়ক সংগ্রহ করেছেন ১১৭ রান। ক্রিজে থেকেছেন ৩০৯ মিনিট। তার ব্যাটে ভর করেই দুই দিনের প্রস্তুতি ম্যাচে ওটিস গিবসন একাদশের ২৩০ জবাবে রায়ান কুক একাদশ ৭৬ ওভারে সংগ্রহ করেছে ৫ উইকেটে ২৪৮ রান। অর্থাৎ ঠিক যেভাবে ব্যাটিংয়ের পরিকল্পনা করেছিলেন তার শতভাগই বাস্তবায়িত হয়েছে। সেটা নিজের ক্ষেত্রে যেমন দলের বাকি ব্যাটসম্যানদের ক্ষেত্রেও।

শনিবার (৩ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ রায়ান কুক একাদশের দলপতি একথা জানান।

মুমিনুল বলেন, ‘৬-৭ মাস পরে কেমন হয় জানি না। চেষ্টা করছিলাম টেস্ট ম্যাচে যেরকম এনভাইরনমেন্ট থাকে, যেরকম সিচুয়েশন থাকে ওইভাবে শুরু করার চেষ্টা করেছিলাম। চিন্তা ছিল ব্যাটসম্যান হিসেবে যারা ব্যাটিং করেছিল রানের জন্য না খেলে আমরা যেন সারাটা দিন ব্যাটিং করতে পারি। কন্ডিশনের সঙ্গে এডজাস্ট করা, ওয়েদারের সঙ্গে এডজাস্ট করা অনেকদিন খেলার ভেতরে ছিল না। এটা এডজাস্ট করার জন্যই আমরা এভাবে ব্যাটিং করেছি।’

বিজ্ঞাপন

অথচ ম্যাচের আগে নাকি তিনি কিছুটা টেনশনে ছিলেন। পাছে কারণ একটিই, দীর্ঘ বিরতি। ‘খেলা শুরু হওয়ার আগে কিছুটা টেনশনে ছিলাম। মানুষ হিসেবে টেনশন থাকাটাই স্বাভাবিক। শেষ ৭ মাস ধরে আমরা খেলিনি। শুধু অনুশীলন করেছি। প্রথমে একটু নার্ভাস ছিলাম। শেষ দুইদিন আমাদের অনেক ভালো প্র্যাক্টিস হয়েছে মনে হয়। বিশেষ করে পেসারদের। আমাদের যারা ব্যাটসম্যান আছে তাদেরও যারা রান করেছে তাদের জন্য। দুইদিনের খেলা আমি খুব ইনজয় করেছি। পেসাররা খুব ভালো বোলিং করেছে। যখন আমরা টেস্ট ম্যাচ শুরু করবো আমাদের নতুন করে শুরু করতে হবে।’

টেস্ট দলপতি দুই দিনের প্রস্তুতি ম্যাচ প্রাথমিক দলের ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুমিনুল হক শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর