Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধুমধারাক্কা ব্যাটিংয়ে ম্যাচ জেতালেন তামিম-সাদমান


৬ অক্টোবর ২০২০ ১৭:৪৮

বাংলাদেশি ক্রিকেটারদের দু’দিনের প্রথম প্রস্তুতি ম্যাচটা নিস্ফলা ড্র’তে নিস্পত্তি হয়েছিল। তবে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় পেল রায়ান কুক একাদশ। অনেকদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা তামিম ইকবাল ও সাদমান ইসলামের ব্যাটে ৬ উইকেটের জয় পেয়েছে কুক একাদশ।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজটি শেষ মুহূর্তে ভেস্তে গেলে তড়িৎ প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটাররা রায়ান কুক ও ওটিস গিবসন একাদশ নামে দুই দলে ভাগ হয়ে খেলছেন দুটি প্রস্তুতি ম্যাচ। ড্র হওয়া প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তামিম ইকবাল। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের মধ্যদিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন প্রায় ৬ মাস পর।

বিজ্ঞাপন

সেই মার্চ থেকে ক্রিকেটের বাইরে তামিম। প্রত্যাশা মতো পারফর্ম করতে না পেরে অনেকদিন যাবত সমালোচিত হওয়া তামিম মার্চের জিম্বাবুয়ে সিরিজে স্বপ্নের ব্যাটিং করেছিলেন। করোনা ক্রিকেট বন্ধ করে দিল তার পরই। ফলে ফর্মটা ধরে রাখতে পারলেন কিনা সেটা দেখার ছিল। তামিম মুগ্ধই করলেন। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে মুগ্ধ করেছেন সাদমান ইসলামও।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে কাল ৮ উইকেটে ২৪৮ তুলেছিল গিবসন একাদশ। আজ দ্বিতীয় দিনের শুরু থেকেই বৃষ্টির হানা। বৃষ্টির কারণে দুপুর পর্যন্ত মাঠে বল গড়াতে পারেনি। পরে খেলা শুরু হলে কুক একাদশের টার্গেট দাঁড়ায় ৪৩ ওভারে ২০০ রান। ধুমধারাক্কা ক্রিকেটের যুগে এই টার্গেট মোটেও কঠিন নয়। তামিম-সাদমান সেটা আরও সহজ করে ফেলেন।

দুই ওপেনার প্রথম উইকেট জুটিতেই তুলে ফেলেন ১০৭ রান। ব্যাটিংয়ে দুজনই ছিলেন বেশ স্বাচ্ছন্দ। তামিম ইকবাল ৮০ বল খেলে ১০টি চারের সাহায্যে ৬৪ রান করে আউট হয়েছেন। সাদমান ৯৯ বলে ৯টি চার ১টি ছক্কায় ৮৩ রান করেন। পাঁচ নম্বরে নেমে ৩৮ বলে ২৪ করেছেন ইয়াছির আলি রাব্বি। ৪১.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ২০১ রান তুলে ফেলে রায়ান কুক একাদশ।

বিজ্ঞাপন

ওটিস গিবসন একাদশ: সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

রায়ান কুক একাদশ: তামিম ইকবাল, ইয়াছির আলী চৌধুরী রাব্বি, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও মোহাম্মদ আল-আমিন হোসেন।

ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর