ওয়ানডে টুর্নামেন্টের আগে অনুশীলন করবেন আকবর-আফিফরা
৬ অক্টোবর ২০২০ ২১:৫৬
দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের তিনটি দলে ভাগ করে ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব কিছু ঠিক থাকলে আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে তিন দলের টুর্নামেন্টটি। তার আগে মিরপুরে ফিটনেস ও স্কিল ট্রেনিং করবেন এইচপি দলের ক্রিকেটাররা।
মঙ্গলবার (৬ অক্টোবর) এই অনুশীলনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। অনুশীলন শুরু হবে আগামীকাল বুধবার থেকে। চলছে ৯ অক্টোবর পর্যন্ত।
শ্রীলঙ্কা সফর ভেস্তে যাওয়ার পর তড়িৎ সিদ্ধান্তে দুদিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেললেন জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু করোনার কারণে এইচপি দলের ক্রিকেটাররা ম্যাচ খেলার সুযোগ পাননি অনেকদিন ধরে। এদিকে, আসন্ন তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে এইচপি ক্রিকেটাররাও খেলবেন। সেই কারণেই মূলত টুর্নামেন্ট শুরুর আগে তরুণ ক্রিকেটারদের অনুশীলন করানোর এই উদ্যোগ নেওয়া।
বাংলাদেশকে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ এনে দেওয়া ক্রিকেটারদের প্রায় সবাই আছেন এই অনুশীলন স্কোয়াডে। তাদের চেয়ে একটু অভিজ্ঞ আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লবরাও আছেন স্কোয়াডে।
অনুশীলনের জন্য এইচপি স্কোয়াড:
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, তাওহিদ হৃদয়।
স্পিনর: মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মেহেদি হাসান।
পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী, অভিষেক দাস ও রেজাউর রহমান রাজা।
উইকেটরক্ষক: মাহিদুল ইসলাম অঙ্কন ও আকবর আলি।