দুর্দান্ত বুমরাহ, ফের শীর্ষে মুম্বাই
৭ অক্টোবর ২০২০ ১১:৩৮
লাসিথ মালিঙ্গা নেই। এবারের আইপিএলে তাই জাসপ্রিত বুমরাহর কাঁধে মুম্বাই ইন্ডিয়ান্সের পেস ডিপার্টমেন্টের নেতৃত্ব। তবে ভারতীয় তারকা প্রথম কয়েকটা ম্যাচে মনমতো পারফর্ম করতে পারেননি। কাল সেই আক্ষেপ ঘুচালেন ডানহাতি পেসার। বুমরাহর আগুনে বোলিংয়ে রাজস্থান রয়্যালসকে ৫৭ রানে হারিয়েছে মুম্বাই।
ষষ্ঠ ম্যাচে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলটির এটা চতুর্থ জয়। যাতে আট পয়েন্ট নিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসেছে মুম্বাই। সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থেকে দুই নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস।
মুম্বাইয়ের প্রথম পাঁচ ম্যাচে ৬ উইকেট পেয়েছিলেন বুমরাহ। কিন্তু সেভাবে রান আটকাতে পারছিলেন না। কদিন আগে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ২ উইকেট পেলেও খরচ করেছেন ৪২ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪০ রান খরচায় উইকেটশূন্য ছিলেন। আজ সেই বুমরাহ ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় তুলে নিয়েছেন ৪ উইকেট।
১৯৩ রানের জবাব দিতে নামা রাজস্থান রয়্যালসকে শুরুতেই ধাক্কা দেন বুমরাহ। ৬ রানে ফিরিয়ে দেন স্টিভেন স্মিথকে। তারপর রাজস্থানের শেষটা মুড়িয়ে দিয়েছেন একাই। মুম্বাইয়ের অপর দুই পেসার ট্রেন্ট বোল্ট ও জেমন প্যাটিসনও দারুণ বোলিং করেছেন।
তাদের মুখে দাঁড়াতে পেরেছেন কেবল জস বাটলার। ওপেনিংয়ে নেমে ৪৪ বলে ৪টি চার ৫টি ছয়ে ৭৭ রান করেছেন ইংলিশ তারকা। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ করেছেন জোফরা আর্চার। ১৮.১ ওভারে ১৩৬ রানে গুটিয়ে গেছে রাজস্থানের ইনিংস। বোল্ট, প্যাটিসন দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে মুম্বাইয়ের ১৯৩ রানের সংগ্রহে বড় অবদান সুর্যকুমার যাদবের। যাদবও প্রথম কয়েকটা ম্যাচ প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি। কাল ৪৭ বলে ১১ চার ২ ছয়ে করেছেন ৭৯ রান। এছাড়া রোহিত শর্মা ২৩ বলে ৩৫ ও হার্দিক পান্ডিয়া ১৯ বলে ৩০ রান করেছেন।
বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।