প্রেসিডেন্ট’স কাপের উদ্বোধন করবেন পাপন
১০ অক্টোবর ২০২০ ২১:২৪
সভাপতি নাজমুল হাসান পাপনের হাত ধরে আগামীকাল পর্দা উঠবে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট- বিসিবি প্রেসিডেন্ট’স কাপের। তার আগে করোনা শহীদদের উদ্দেশে পালন করা হবে এক মিনিটের নীরবতা।
প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে বাংলাদেশ ক্রিকেট বেশ হারিয়েছে একাধিক সুহৃদ। গত মাসে করোনা যুদ্ধে হেরে গেলেন বিসিবি’র নিরাপত্তা প্রধান মেজর অবসরপ্রাপ্ত হোসেন ইমাম। এরপর পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন সাবেক ক্রিকেটার একেএম নওশেরউজ্জামান।
তাদের স্মরণ করেই গড়াবে করোনাকালের এই টুর্নামেন্ট।
শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।
মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিসিবি আয়োজিত তিন দলের ১২ দিনের ওয়ানডে টুর্নামেন্ট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
উদ্বোধন প্রেসিডেন্টস কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি প্রেসিডেন্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন