Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিপিএল নিয়ে সুসংবাদ দিলেন বিসিবি সভাপতি


১১ অক্টোবর ২০২০ ২১:১৩

সপ্তাহ খানেক আগেও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। কিন্তু সেবার ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কোনো সুসংবাদ তিনি দিতে পারেননি। তবে সপ্তাহবাদে আবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুসংবাদটি ঠিকই দিলেন। বললেন, ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন সম্ভব।

করোনার দাপটে সেই মার্চে প্রথম রাউন্ড শেষে স্থগিত হয়ে যাওয়া ১২ দলের ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরাতে বিসিবি’র চেষ্টার কমতি কখনোই ছিল না। কিন্তু এতগুলো দলের এত বিপুল সংখ্যক প্লেয়ারের সুরক্ষার বিষয়টি যখনই ভেবেছেন তখনই পিছু হঠতে হয়েছে। তবে সম্প্রতি করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় লিগ ফেরাতে আশাবাদী হয়ে উঠেছে টাইগার ক্রিকেট প্রশাসন।

বিজ্ঞাপন

রোববার (১১ অক্টোবর) সংবাদমাধ্যমকে এতথ্য দিলেন খোদ বিসিবি সভাপতি নিজেই।

তিনি বললেন, ‘দুই সপ্তাহ আগে আমি একটি প্রস্তাব দিয়েছিলাম। আজকে সুজন (খালেদ মাহমুদ) তো বললো এটা সম্ভব। আমরা আগেই একটি পরিকল্পনা দিয়ে গিয়েছিলাম। ও আজকে নিশ্চিত করে বলল এটা সম্ভব। তারপরে বিস্তারিত কিন্তু আমি দেখিনি। সম্ভব তো বললে হবে না। আমার কাছে দেখাতে হবে কিভাবে সম্ভব। তবে ও যখন বলেছে সম্ভব আমি নিশ্চিত যে এটা করা যেতে পারে। আমার ধারণা আমরা করতে পারব। এইটুকু ভরসা ওর ওপরে আছে।’

লিগ মাঠে গড়ানোর লক্ষ্যে বিসিবি এমন একটি জায়গা খুঁজছে যেখানে প্লেয়ারদের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করে তাদের আবাসনের ব্যবস্থাও করা যায় এবং সেখানে খেলাও পরিচালনা করা যায়। আর এই বিবেচনায় তাদের কাছে অগ্রাধীকার পাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি।

বিজ্ঞাপন

‘আমাদের প্রধান সমস্যা হচ্ছে প্লেয়ারদের এক জায়গায় রেখে জৈব সুরক্ষা বলয় তৈরি করা এবং ওই পরিবেশের মধ্যে কেউ ঢুকতে পারবে না, বেরুতে পারবে না। ওই জায়গায় রেখে ওদের থাকা, খাওয়া, অনুশীলন শেষ করা…হোটেলে রাখা। এদিকে থেকে বিকেএসপি খুবই ভালো অপশন। ‍ওদেরকে আমি যে দুটো অপশনের কথা বলেছি এর মধ্যে একটা বিকেএসপি। এখন দেখতে হবে ওটা খালি আছে কিনা ওখানে প্লেয়ার রাখা যাবে কিনা। ওখানে একসঙ্গে তিনটা মাঠে খেলা যাবে আশা করি। আমাদের তো তিনটা মাঠই লাগে।’

কবে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ? না, এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর বিসিবি বস দিতে পারেননি। ‘কবে শুরু হবে বলা মুশকিল। এই তিন দলের ওয়ানডে সিরিজটা যদি আমরা সফলভাবে করতে পারি, টি-টোয়েন্টি লিগটা করতে পারি তারপরে এটা। এরপর আর দেরি করার কোনো কারণ নেই।’

ঘরোয়া ক্রিকেট ডিপিএল নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর