কমে যেতে পারে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পের মেয়াদ
১৫ অক্টোবর ২০২০ ১৭:৫৩
দুই ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফের করোনা উপসর্গ দেখা দেওয়ায় বিকেএসপিতে চলমান অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প আপাতত স্থগিত করা হয়েছে। উপসর্গবাহী তিনজনকে ইতোমধ্যেই আইসোলেশনে নেয়া হয়েছে। এদিকে অনু-১৯ এশিয়া কাপ স্থগিত হওয়ায় ৪ সপ্তাহের ক্যাম্প ৩ সপ্তাহে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
দুই ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফের করোনা উপসর্গ স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে চলমান অনু-১৯ দলের আবাসিক ক্যাম্প তিন দিনের জন্য স্থগিত করেছে বিসিবি। গতকাল বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ক্যাম্প বন্ধ থাকছে। তবে স্থগিত এই ক্যাম্প আবার কবে শুরু হবে তা এখনো জানা যায়নি কারণ তার আগে আরেক দফায় দলের প্লেয়ার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সারাবাংলাকে এতথ্য দিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার আবু ইমাম কায়সার।
তিনি জানালেন, ‘আমাদের দুদিন অনুশীলন বন্ধ ছিল। বুধবার, বৃহস্পতিবার দুদিন অনুশীলন বন্ধ রেখেছি, শুক্রবার তো আমদের অফ থাকে। আরও একটা বিষয় হলো করোনা ঠিক বলবো না দুইজন ক্রিকেটার ও একজন সাপোর্ স্টাফের মাঝে উপসর্গ দেখেছি যারা যারা ওদের সংস্পর্শে ছিল… বিশেষ করে একটা রুমের মধ্যে একটা ক্রিকেটার হাঁচি-কাশি দিচ্ছে তো অন্য ক্রিকেটার ওর রুমমেট… তো ওদেরকে আমরা কিছু দিনের জন্য বন্ধ করে দিয়েছি। আর আমরা একটা টেস্ট (করোনা) করে সব টেস্ট করার পরে আমারা আবার অনুশীলন শুরু করবো। আমরা সতর্কতার অংশ হিসেবে অনুশীলনটা বন্ধ রেখেছি।’
‘যে দুই একজনের উপসর্গ দেখা দিয়েছে তাদেরকে আইসোলেটেড করে রেখেছি ওদের রুমমেটকেও আসোলেটেড করে রেখেছি। তারপর সর্তকতার অংশ হিসেবে বাকিদেরও দেখতে চাচ্ছি। সাধারণত আমরা যেটা করি যারা সাসপেক্টেড তারা না, সাপোরটেড যারা থাকে যারা ওখানে কাজ করছে সবাইকেই এর আওতায় নিয়ে আসি। শনিবার অথবা রোববার থেকে আবার শুরু করবো যদি দরকার হয় আরও একদিন বাড়াব।’ যোগ করেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার।
গত ১ অক্টোবর অনু-১৯ দলের এই ক্যাম্পটি ছিল শুরু হয়েছিল মূলত নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় যুবা এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে। যার ব্যাপ্তি হওয়ার কথা ছিল চার সপ্তাহ। কিন্তু করোনা অতিমারির কারণে এশিয়া কাপ স্থগিত হয়ে যাওয়ায় ক্যাম্পের মেয়াদও কমিয়ে আনার পরিকপ্লনা নেয়া হয়েছেন জানালেন কায়সার।
‘আমরা চিন্তা করছি যেহেতু এশিয়া কাপটা পিছিয়ে গেছে তো আমাদের ক্যাম্পটা হওয়ার কথা ছিল ৪ সপ্তাহের আমারা এটার ডিউরেনশটা কমাব আর কি। হয়তো তিন সপ্তাহ করে ট্রেনিংটা শেষ করবো, এটা আমাদের পরিকল্পনা।’
করোনাকালে ক্রিকেটারদের অনুশীলন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বিকেএসপি বিসিবি