প্রেসিডেন্ট’স কাপে আজ এগিয়ে যাওয়ার লড়াই
১৭ অক্টোবর ২০২০ ০০:০১
জমে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট প্রেসিডেন্ট’স কাপ। এখন পর্যন্ত টুর্নামেন্টে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, তাতে প্রতিদল জয় পেয়েছে একটি করে। আজ এগিয়ে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে নাজমুল একাদশ এবং মাহমুদউল্লাহ একাদশ।
যথারীতি বাংলাদেশ সময় বেলা দেড়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে।
প্রথম তিন ম্যাচের মতো আজও নিশ্চয় ব্যাটসম্যানদের দিকেই নজর থাকবে। প্রথম তিন ম্যাচে এক দু’জন বাদে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন বাকি সবাই। আগের ম্যাচে দারুণ এক সেঞ্চুরি (১০৩) করেছিলেন নাজমুল একাদশের মুশফিকুর রহিম। তামিম একাদশের শেখ মেহেদি হাসান করেছিলেন ৮২। প্রেসিডেন্ট’স কাপে এখন পর্যন্ত বলার মতো ব্যাটিং সাফল্য এই দুটিই।
করোনাভাইরাসের কারণে টানা ছয় মাস ক্রিকেটহীন ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিল সাত মাস। ধারণা করা হচ্ছে এই লম্বা বিরতির কারণেই ব্যাটে মরচে ধরেছে ব্যাটসম্যানদের। প্রত্যাশা করা হচ্ছে, ধীরে ধীরে ছন্দে ফিরবেন ব্যাটসম্যানরা।
এদিকে, দেখতে দেখতে টুর্নামেন্টের তিন ম্যাচ শেষ। এই টুর্নামেন্টের আগে দু’দিনের দুটি প্রস্তুতি ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। ব্যাটসম্যানদের ছন্দে ফেরার সময় হয়তো হয়ে গেছে। পাঁচ ম্যাচ তো গেলো, মানিয়ে নিতে আর কতোই বা সময় লাগবে!
মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই দেখায় ৪ উইকেটের জয় পায় নাজমুলরা। ফর্মের বিচারেও এগিয়ে নাজমুলের দল। তার দলের পেসার তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও মুকিদুল ইসলামরা আছেন দুর্দান্ত ফর্মে। ব্যাটিংয়ে মুশফিকের আগে দারুণ একটা ইনিংস খেলেছেন তরুণ তৌহিদ হৃদয়।
অন্যদিকে মাহমুদউল্লাহর দলের সিনিয়ররা প্রত্যাশামতো ব্যাটিং করতে পারছেন না। লিটন দাস, মুমিনুল হক, ইমরুল কায়েস ও অধিনায়ক মাহমুদউল্লাহরা প্রথম দুই ম্যাচে রান পাননি। তাদের দেখানো পথ ধরছেন তরুণরাও। দেখা যাক, আজ শেষ হাসি কাদের মুখে শোভা পায়।
দুই দলের স্কোয়াড:
মাহমুদউল্লাহ একাদশ:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
স্টান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।
নাজমুল একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
স্টান্ডবাই: সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম।