Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোরাতার জোড়া গোলে পিরলোর অভিষেকে জুভেন্টাসের জয়


২১ অক্টোবর ২০২০ ০০:৪৯

জুভেন্টাসের ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম উয়েফা চ্যাম্পিয়নস লিগে জুভেদের ডাগআউটে আন্দ্রে পিরলো। আর তার অভিষেক রাঙালেন আলভারো মোরাতা। ইউক্রেনের কিয়েভে ডায়নামো কিয়েভের বিপক্ষে এই স্প্যানিশ স্ট্রাইকারের জোড়া গোলে ২-০ গোলের জয় পায় জুভেন্টাস। আর তাতেই চ্যাম্পিয়নস লিগে ম্যানেজার হিসেবে পিরলোর অভিষেক হলো জয় দিয়ে।

২০২০/২১ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বড় ধাক্কার মুখে জুভেন্টাস। দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়ায় মাঠে নামতে হবে তুরিনের বুড়িদের। কারণ? মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে কোয়ারেনটাইনে অবস্থান করছেন রোনালদো। আর তাই তো চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে ছাড়ায় দল সাজাতে হয় আন্দ্রে পিরলোকে। তবে তাতে কি? রোনালদোকে ছাড়ায় কিয়েভ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে জুভেন্টাস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টা ৫৫ মিনিটে মাঠে গড়ায় ২০২০/২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের খেলা। মৌসুমের প্রথম ম্যাচেই ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে জুভেন্টাস। করোনায় আক্রান্ত রোনালদো ছাড়া এদিন জুভেদের আক্রমণভাগ সাজানো হয় আলভারো মোরাতা এবং ডেহান ক্লুসেভস্কিকে নিয়ে।

কিয়েভে প্রথম গোলের সুযোগ পেতে জুভেদের অপেক্ষা করতে হয় ম্যাচের ১২তম মিনিট পর্যন্ত। পিরলোর দলে নতুন সংযোজন মধ্যমাঠের খেলোয়াড় ফেডেরিখো চিয়েসার জোরালো শট থামিয়ে দেন ডায়নামোর গোলরক্ষক। তবে ম্যাচের ২০ মিনিট স্পর্শ করার আগেই দুঃসংবাদ আসে জুভেদের ডাগআউটে। ম্যাচের ১৯তম মিনিটে জর্জ কিয়েলিনির বদলি হিসেবে মাঠে নামতে হয় ডেমিরালকে।

বিজ্ঞাপন

তবে কিয়েলিনি মাঠ ছাড়লেও আক্রমণে এতটুকুও হেরফের হয়নি জুভেদের। দুর্দান্ত আক্রমণে ডায়নামোর রক্ষণকে বেশ কয়েকবার ভাঙার চেষ্টা করলেও প্রথমার্ধে ফাটল ধরাতে পারেনি। তবে বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আলভারো মোরাতা নাম লেখান স্কোরশিটে। ক্লুসেভস্কির দুর্দান্ত শট ফেরত পাঠান ডায়নামো কিয়ভের গোলরক্ষক বুশচান। আর ছয় গজের ভেতর ফিরতি বলে পেয়ে যান মোরাতা, সেখান থেকেই বল জালে জড়ান এই স্প্যানিশ। আর জুভেরা এগিয়ে যায় ১-০’তে।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মাঠে নামেন পাওলো দিবালা। নেমেই দুর্দান্ত কিছু আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিলেন না। এরপর ম্যাচের ৭৯ মিনিটে বার্সেলোনা থেকে জুভেন্টাসে যোগ দেওয়া আর্থার মেলোর জুভেন্টাসের জার্সি গায়ে চ্যাম্পিয়নস লিগে অভিষেক ঘটে। আর্থার মাঠে আসার পর মধ্যমাঠের নিয়ন্ত্রণ আরও দৃঢ়ভাবে নিয়ে নেয় জুভে। এরপর ম্যাচের প্রায় শেষ মুহূর্তে হুয়ান কুয়াদ্রাদোর অ্যাসিস্ট থেকে আবারও বল জালে জড়ান আলভারো মোরাতা। আর তাতেই জয় নিশ্চিত হয় জুভেন্টাসে। মোরাতার জোড়া গোলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তুরিনের বুড়িরা। সেই সঙ্গে জুভেদের ম্যানেজার হিসেবে চ্যাম্পিয়নস লিগের অভিষেক জয় দিয়ে রাঙালেন আন্দ্রে পিরলো।

আলভারো মোরাতা উয়েফা চ্যাম্পিয়নস লিগ জুভেন্টাস জুভেন্টাস বনাম ডায়নামো কিয়েভ পিরলো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর