Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রফিকুল হকের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক


২৪ অক্টোবর ২০২০ ১৯:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিখ্যাত আইনজীবি ও সাবেক এ্যাটর্ণি জেনারেল ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর একটি হাস্পাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন ব্যারিস্টার রফিকুল হক।

প্রতিমন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় তিনি উল্লেখ করেন, ব্যারিস্টার রফিকুল হক ছিলেন একজন সৎ, নির্ভীক ও দক্ষ আইনজীবি। তাঁর মৃত্যুতে দেশের আইনাঙ্গণে এক বিশাল শূণ্যতা তৈরি হলো।

উল্লেখ্য, ব্যারিস্টার রফিকুল হক দীর্ঘদিন যাবৎ এ্যানিমিয়া, মূত্ররোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি বেশিমাত্রায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে গত ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁর অবস্থা কিছুটা উন্নতি হলে বাসায় নিয়ে যাওয়া হয় এবং আবার অসুস্থ হয়ে পড়েন। সর্বশেষ তাঁকে ২১ অক্টোবর লাইফ সাপোর্টে রাখা হয়।

বিজ্ঞাপন

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ব্যারিস্টার রফিকুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর