Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারিক কাজী কোয়ারেনটাইনে, জামাল ভূঁইয়া আসছেন বৃহস্পতিবার


২৮ অক্টোবর ২০২০ ২০:২৫

ঢাকা: নভেম্বরে নেপাল ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ১২ ফুটবলার। ইতোমধ্যে পাঁচ দিন ধরে অনুশীলন করছে ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা। ফিনল্যান্ড থেকে ঢাকায় ফিরে তিন দিনের কোয়ারেনটাইনে থাকতে হচ্ছে তারিক কাজীকে।

দেশের পোস্টারবয় জামাল ভূঁইয়া ঢাকায় পৌঁছাবেন আগামীকাল বৃহস্পতিবার।

ডেনমার্ক ও ফিনল্যান্ড থেকে এসে দুজনকেই কোভিড প্রটোকল মেনে তিন দিনের কোয়ারেনটাইনের মধ্য দিয়ে যেতে হচ্ছে।

বাফুফে সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) বসুন্ধরা কিংসের সঙ্গে ক্যাম্পে যোগ দেন তারিক কাজী। অবশ্য অনুশীলন শুরু করতে পারছেন না তিনি। আলাদাভাবে তিন দিন থাকতে হচ্ছে এই ফিনল্যান্ড প্রবাসীকে।

অন্যদিকে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ঢাকায় পা রাখবেন আগামীকাল বৃহস্পতিবার। ক্যাম্পে যোগ দিয়ে তাকেও কোয়ারেনটাইনের মধ্য দিয়ে যেতে হবে।

কোয়ারেনটাইন কাটিয়ে আগামী সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিবেন এই দুই প্রবাসী ফুটবলার।

জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে, সহকারি কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস, ফিটনেস কোচ ইভান রাজলক ও গোলরক্ষক কোচ লেস লিভলি ক্যাম্পে যোগ দিবেন বৃহস্পতিবার। তাদেরকেও এই কোয়ারেনটাইন সময় পেরিয়ে দলের অনুশীলনে যোগ দিতে হচ্ছে।

অনুশীলনে যোগ দিবেন কোয়ারেনটাইনে জামাল ভূঁইয়া তারিক কাজী বাফুফে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর