Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব বললেন ‘এমন ভুল যেন আর কেউ না করে’


২৮ অক্টোবর ২০২০ ২৩:৩৬ | আপডেট: ২৮ অক্টোবর ২০২০ ২৩:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর মাত্র কয়েক মিনিট। ঘড়ির কাটা ১২টা পেরুলেই সাকিব আল হাসান পুরোপুরি মুক্ত। আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা আজ শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফলতম ক্রিকেটারটির। সাকিবের মুক্তির উপলক্ষ্যে একটি শুভেচ্ছা বিনিময় সমাবেশ আয়োজন করেছিল ‘শোটাইম মিউজিক’ নামের একটা সংস্থা। নিউইয়র্কে মঙ্গলবারের ওই আয়োজনে উপস্থিত হয়ে নিজের ভুলের জন্য আক্ষেপ করলেন সাকিব।

আইপিএল খেলা অবস্থায় দলের অভ্যন্তরিন তথ্য সরবরাহের প্রস্তাব পেয়েছিলেন সাকিব। আইসিসি ও আকসুর পক্ষ থেকে এসব ক্ষেত্রে কড়া সতর্কতা, সঙ্গে সঙ্গেই জানিয়ে দিতে হবে সংশ্লিষ্টকে। কিন্তু সাকিব তিনবার প্রস্তাব পেয়েও জানাননি। পরে বলেছিলেন, বিষয়টি ততোটা গুরুত্ব দেননি বলেই জানাননি কাউকে। এই গুরুত্ব না দেওয়াটাই কাল হয়েছে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য। নিষিদ্ধ হয়েছেন এক বছরের জন্য।

বিজ্ঞাপন

‘শোটাইম মিউজিক’ এর আয়োজনে সমাবেশে সাকিব বলছিলেন, ‘আমার মতো ভুল যেন কেউ না করে।’

সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। বলেছেন বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে উজ্জ্বল করার চেষ্টা করে যাবেন তিনি, ‘ভালো লাগছে (নিষেধাজ্ঞা শেষ হচ্ছে)। দোয়া করবেন, যেন দেশের জন্য ভালো খেলতে পারি। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে আরও উজ্জ্বল করে তুলতে চেষ্টার কমতি থাকবে না আমার। যতটা সম্ভব সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা করব।’

নিষেধাজ্ঞার এই সময়টা কেমন কেটেছে, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘পরিবারকে সময় দিয়েছি। আপনারা জানেন, প্রথম সন্তানকে সময় দিতে পারিনি। দ্বিতীয় সন্তান সেটা পেয়েছে। বেবি সিটিং করেছি আর অবশ্যই ক্রিকেটকে মিস করেছি।’

আইসিসি বাংলাদেশ ক্রিকেট সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর