প্লে-অফে কোহলির বেঙ্গালুরু নাকি দিল্লি?
২ নভেম্বর ২০২০ ১৬:২২
জমে ক্ষীর করোনাকালের আইপিএল! প্রথম পর্বের ৫৬ ম্যাচের মধ্যে ৫৪টিই শেষ হয়ে গেছে। কিন্তু এখনো প্লে-অফের চার দল চূড়ান্ত হয়নি। একমাত্র দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সই কেবল প্লে-অফ নিশ্চিত করেছে। হাড্ডাহাড্ডি আইপিএলে আজ প্লে-অফের দ্বিতীয় দল চূড়ান্ত হবে। প্রথম পর্বের ৫৫তম ম্যাচে আজ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে তারুণ্যনির্ভর দিল্লি ক্যাপিটালস।
আজ যে দল জিতবে তাদের প্লে-অফ নিশ্চিত। আবুধাবিতে যথারীতি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলাটি। হেরে যাওয়া দলেরও সুযোগ থাকবে প্লে-অফে যাওয়ার। তবে সেটা নির্ভর করবে অন্য দলের ওপর। টেবিলের পাঁচে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ ম্যাচে হেরে গেলে আজ হেরেও প্লে-অফে যেতে পারবে বেঙ্গালুরু বা দিল্লি। তবে হায়দ্রাবাদ জিতলে রান রেটের সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে।
বিষয়টা বড্ড অনিশ্চিতই বটে। তবে সপ্তাহ দেড়েক আগেও মনে হচ্ছিল দিল্লি, বেঙ্গালুরুর প্লে-অফের টিকিট পাওয়া সময়ের ব্যাপার মাত্র। প্রথম ১০ ম্যাচের সাতটিতেই জিতেছিল বেঙ্গালুরু। দিল্লি সাত জয় পেয়েছিল প্রথম নয় ম্যাচে। তারপরই যেন ক্লান্ত হয়ে পড়ল দল দুটি।
দিল্লি সর্বশেষ চার ম্যাচের প্রতিটিতেই হেরেছে। বেঙ্গালুরু হারল টানা তিন ম্যাচ। দুই দলের প্লে-অফের সমীকরণ অনিশ্চিত হয়ে পড়েছে সেই কারণেই।
এদিকে, শেষভাগে এসে আইপিএলের পিচ হঠাৎই যেন বোলিং সহায়ক হয়ে উঠেছে। বেঙ্গালুরু, দিল্লির মতো ব্যাটিং শক্তিশালী দলগুলোকে ভুগতে হচ্ছে সেই কারণেও। আজ প্রতিবন্ধকতা কারা জয় করতে পারে সেটাই দেখার বিষয়।
দুই দলের সম্ভাব্য একাদশ:
দিল্লি ক্যাপিটালস: শিখর ধাওয়ান, পৃথ্বি শ, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), ঋষভ পন্ট (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, মার্কাস স্টয়নিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অনরিচ নর্জে ও প্রাবিন দুবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: দেভদুত পাদিক্কাল, জশ ফিলিপস (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, শিভম দুবে, ক্রিস মরিচ, গুরকিরাত সিং, ওয়াশিংটন সুন্দর, নাভদ্বীপ সাইনি, মোহাম্মদ সিরাজ ও যুগবেন্দ্রন চাহাল।
আইপিএল ২০২০ দিল্লি ক্যাপিটালস বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু