পয়েন্ট হারিয়ে ফুঁসছেন আর্জেন্টিনা কোচ
১৩ নভেম্বর ২০২০ ১৫:৩৮
মেজাজ ভালো নেই আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির। বিশ্বকাপ বাছাই পর্বের টানা দুই ম্যাচ জয়ের পর শুক্রবার (১৩ নভেম্বর) সকালে প্যারাগুয়ের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা। ১-১ গোলে ড্র করেছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়না। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির গোল ভিএআর-এর সাহায্যে বাতিল করা হয়েছে। স্কালোনির মূল অসন্তুষ্টিটা সেখানেই।
ম্যাচের ৫৬ মিনিটে দারুণ এক আক্রামণের ফসল হিসেবে ডি-বক্সের ফেতরে বল পেয়ে জালে জড়িয়ে দেন মেসি। এই গোলের আক্রমণের পথে আর্জেন্টিনার নিকোলাস গঞ্জালেস নিজেদের অর্ধে প্যারাগুয়ের রোমেরোকে ফাউল করেছিলেন। গোল হয়ে যাওয়ার পর ভিএআর-এর সাহায্য নিয়ে সেই কারণেই গোল বাতিল করে দিয়েছেন রেফারি।
কিন্তু ফাউলটা হয়েছিল ম্যাচের ৫৬ মিনিট ৩৫ সেকেন্ডে। গোল হয়েছে তার ২৭ সেকেন্ড পর। এই সময়ে আটটি পাস খেলে নবম পাসে গোল করেছেন মেসি। অর্থাৎ ফাউল হওয়ার পর বাঁশি না বাজিয়ে তার ২৭ সেকেন্ড পর গোল হয়ে যাওয়াতে ভিএআর ডেকেছেন রেফারি। আর্জেন্টিনার আপত্তি সেখানেই। গোল বাতিলের সিদ্ধান্ত হলে ডাগ আউট থেকেই চেঁচাচ্ছিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘বাতিল হওয়া গোলের আগে অনেকগুলো পাস খেলা হয়েছে। এমন ফুটবল কেউ পছন্দ করে না। আমি মনে করি ভিএআর ব্যবহারের সঠিক দিকনির্দেশনা থাকা উচিত। খেলার মাঝে এমন আরও অনেক মুহূর্ত ছিল যখন ভিএআর ব্যবহার করা যেত। কিন্তু তা করা হয়নি। আমি ভালো-মন্দ নিয়ে বলছি না তবে সঠিক দিকনির্দেশনা থাকা উচিত। আমাদের বাতিল হওয়া গোলটিকে আমি বৈধ বলেই মনে করি।’
আক্ষেপের ড্র নিয়ে মাঠ ছাড়তে হলেও বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের গ্রুপে অবশ্য শীর্ষেই আছে আর্জেন্টিনা। তিন ম্যাচের দুটিতে জয় একটিতে ড্র’য়ে ৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে মেসির দল। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ব্রাজিল। তিনে থাকা ইকুয়েডরের পয়েন্টও ৬। ৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে প্যারাগুয়ে।
আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব লিওনেল মেসি লিওনেল স্কালোনি