Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুক লাইভে সাকিবকে কুপিয়ে হত্যার হুমকি


১৬ নভেম্বর ২০২০ ২১:০৯

ফেসবুক লাইভে দা উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে দেশবরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসানকে। হুমকিদাতা মহসিন তালুকদার সিলেটের সদরপুর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার বাসিন্দা।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক ভিডিওতে তিনি সাকিবকে ‘কেটে টুকরো টুকরো করে হত্যা’র হুমকি দেন।

তিনি বলেন, ‘ওই *** (গালি), তুই ত মুসলমানর ঘরর ছেলে। তুই হজ করলে তে মুসলমানদের মধ্যে ভিত্রে আগুন ধরাইলে? (তুই যখন হজ করেছিস, তখন মুসলমানদের মধ্যে আগুন ধরালি কেন?) এই *** (গালি), তোরে কিগিয়ে অলরাউন্ডারর, তুই ত কাঁচামরিচ বেছরার ফুয়া (তুই কিসের অলরাউন্ডার, তুই তো কাঁচামরিচ বিক্রেতার ছেলে)। আমি এখন নেটো দেখিয়া ত আমার হৃদপিণ্ডত বাড়িয়ার *** (গালি)… (ইন্টারনেটে তোর খবর দেখার পর থেকে তো আমার হৃদয়ে আঘাত লেগেছে)। আমি মোবাইলে তোর ছবিত পেশাব করছি (আমি মোবাইলে তোর ছবিতে প্রস্রাব করেছি)। তুই বিশ্বর মাঝে কোটি কোটি মুসলমানের মাঝে কতটুকু আঘাত দিছস।’

এসময় তিনি দা উঁচিয়ে বলেন, ‘আমি মোহসিন তালুকদার। মুসলমানর লাগি যদি মরতে অয়, ইসলামর লাগি যদি মরতে অয় আমি শাহাদাত বরণ করমু।’ এসময় তিনি দা দিয়ে জবাই করার হুমকি দেন।

পরে অবশ্য ভোর ৬টা ৪ মিনিটে ফের লাইভে হাজির হন মহসিন তালুকদার। আগের লাইভে সাকিবকে হত্যার হুমকি দেওয়ায় দুঃখপ্রকাশ করেন। তবে সাকিব আল হাসান যেন জাতির উদ্দেশে ক্ষমা চান— সেই আহ্বান রাখেন তিনি।

মহসিন তালুকদার বলেন, কারও চাপে নয়, বরং সাকিব আল হাসানকে ক্ষমা চাওয়ার সুযোগ দিতেই তিনি এই লাইভ করেছেন। সাকিবের মতো অন্য যেসব সেলিব্রেটি আছেন, তাদের সঠিক পথে চলার বার্তা দিতেই তিনি দ্বিতীয়বার লাইভে যুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে সম্মত হনননি। সারাবাংলার এই প্রতিবেদকে তিনি বলেছেন,‘ভাই আমি মিটিংয়ে। আমি এখন কথা বলতে পারব না।’

বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করা হলে সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, বিষয়টিকে তারা বেশ গুরুত্ব সহকারে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেছেন।

নিজাম উদ্দিন চৌধুরী জানালেন,  অবশ্যই আমরা যথাযথ ব্যবস্থা নেব। সাকিব আমাদের জাতীয় দলের খেলোয়াড়। উনি তো আমাদের অধিনায়কের দায়িত্বেও ছিলেন, তাই না? তার চেয়ে বড় কথা হলো, এভাবে আপনি যেমন আমাকে হুমকি দিতে পারেন না, তেমনি আমিও পারি না। সাকিব তো অন্য ব্যাপার। জনসম্মুখে কাউকে এভাবে হুমকি দেওয়া কারও কাছেই গ্রহণযোগ্য না। আইনে তো নয়ই, এমনকি ধর্মতও না।

বিসিবি সিইও বলেন, ‘প্রচলিত আইনে বা নিয়মে যে ব্যবস্থা নেওয়ার, আমরা আশা করব সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা তা নেবে। আমরাও বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি। সংশ্লিষ্ট যেসব জায়গাতে জানানো দরকার আমরা জানিয়েছি।’

এর আগে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলকাতায় যান সাকিব। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে কালী পূজা উদ্বোধন করতেই সেখানে গিয়েছিলেন তিনি। তবে সোমবার (১৬ নভেম্বর) এক ভিডিওবার্তায় বিশ্বসেরা এই অলরাউন্ডার জানিয়েছেন, পূজা উদ্বোধন নয়, অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা গিয়েছিলেন তিনি। তারপরও পুরো ঘটনায় কেউ আঘাত পেয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন সাকিব।

এছাড়া, কলকাতা যাওয়ার পথে বেনাপোল চেকপোস্ট অতিক্রম করেন সাকিব। সেখানে এক ভক্ত তার সঙ্গে ছবি তুলতে এলে তার ফোন ছুঁড়ে দিয়ে ভেঙে ফেলেন বলেও অভিযোগ ওঠে সাকিবের বিরুদ্ধে। ভিডিওবার্তায় সাকিব সে সম্পর্কেও কথা বলেন। জানান, ফোন নিয়ে ছুঁড়ে ফেলার কোনো ঘটনা ঘটেনি। ওই ব্যক্তি তার কাছে এলে স্বাস্থ্যবিধি অনুসরণের খাতিরে তিনি তাকে হাত দিয়ে বাধা দিয়েছিলেন কেবল। সে কারণে ওই ব্যক্তির হাত থেকে ফোন পড়ে ভেঙে গিয়ে থাকতে পারে। এ জন্য অবশ্য দুঃখপ্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

প্রাণনাশের হুমকি ফেসবুক লাইভ সাকিব আল হাসান সাকিবকে হুমকি হত্যার হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর