বুমরাহকে যেভাবে আটকাতে চায় অস্ট্রেলিয়া
১৯ নভেম্বর ২০২০ ১৬:১৫
ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সর্বশেষ টেস্ট সিরিজটিতে বড় ভূমিকা রেখেছিলেন জাসপ্রিত বুমরাহ। ২০১৭-১৮ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে একাই ২২ উইকেট নেন ভারতীয় পেসার। ভারত সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। অস্ট্রেলিয়ার মাটিতে সেটা ছিল ভারতের প্রথম বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়। দু’দলের আরেকটা সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে তখনও আলোচনায় বুমরাহর নাম।
দুর্দান্ত ফর্মে আছেন ডানহাতি পেসার। সদ্য সমাপ্ত আইপিএলে দারুণ বোলিং করেছেন বুমরাহ। সিরিজে ভারতীয়দের মধ্যে বুমরাহই অস্ট্রেলিয়ার বড় হুমকি হবে বলে মনে করছেন জস হ্যাজেলউড। ভারতীয় পেসারকে আটকানোর একটা উপায়ও খোঁজার চেষ্টা করেছেন অস্ট্রেলিয়ান পেসার হ্যাজেলউড। অস্ট্রেলিয়ান পেসার বলেছেন বুমরাহকে ক্লান্ত করে তুলতে হবে। তাহলে তার ধার কমে যেতে পারে।
সিরিজে ভারতীয় পেসারদের মধ্যে কে বেশি ভয়ঙ্কর হতে পারে এমন প্রশ্নে হ্যাজেলউড বলেন, ‘বুমরাহ সম্ভবত সবচেয়ে এগিয়ে। বোলিং অ্যাকশনের কারণেই সে আলাদা। দিনভর একইরকম পেস ধরে রাখতে পারে সে, সিরিজ জুড়েও ধরে রাখে। তাকে সামলানোই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে নতুন বলে উইকেট নিতে পারে, পুরোনো বলেও।’
অজি পেসার বলেন, ‘তাকে নিয়ে ব্যাপারটি হলো, অনেক ওভার বোলিং করাতে বাধ্য করতে হবে তাকে। প্রথম দুই টেস্টেই ক্লান্ত করে তোলার চেষ্টা করতে হবে। তহলে কাজ হতে পারে।’
গতবার হাড্ডাহাড্ডি লড়াই শেষে অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়েছিল ভারত। হ্যাজলেউড বললেন, সেই হারের যন্ত্রণা এখনো ভোলেনি অস্ট্রেলিয়া। এই যন্ত্রণাই এবার তাদের বড় অনুপ্রেরণা, ‘অস্ট্রেলিয়া-ভারত লড়াইকে এখন অ্যাশেজের পাশেই রাখতে হবে। গতবার এখানে এসে সিরিজ জিতে ভারত এই উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ করেছে। তারা সবশেষবার জিতেছে, দেশের মাটিতে আমরা খুব বেশি হারি না। আমরা তখন যথেষ্টই আঘাত পেয়েছিলাম। সেসময় কারা ছিল, আমরা জানি ও মনে রাখব। এবার সেটিই আমাদের প্রেরণা।’
ওয়ানডে ও টি-টোযেন্টি সিরিজ শেষে অস্ট্রেলিয়া-ভারত চার ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ডিসেম্বরের ১৭ তারিখে। তার আগে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ২৭ নভেম্বর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি।
অস্ট্রেলিয়া-ভারত সিরিজ ২০২০ জস হ্যাজেলউড জাসপ্রিত বুমরাহ ভারতীয় ক্রিকেট