কাতারে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা
১৯ নভেম্বর ২০২০ ২০:৩৬
কাতারে পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, স্থানীয় সময় পৌনে দুইটায় বাংলাদেশ দল নিরাপদে কাতার পৌঁছেছে।
২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় ঢাকা ছেড়েছিলেন জামাল ভুঁইয়া, মামুনুল ইসলামরা।
বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতারে এজদান টাওয়ার হোটেলে উঠবে বাংলাদেশ দল। সেখানে নিয়ম অনুযায়ী তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশি ফুটবলার ও স্টাফদের। এই তিন দিন হোটেলের জিমনেশিয়াম ও সুইমিংপুল ব্যবহার করতে পারবে বাংলাদেশ দল।
উল্লেখ্য, বিমানে উঠার আগে করোনা পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল সফরে যাওয়া প্রতিজন সদস্যকে। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে সেখানেও করোনা পরীক্ষা হবে।
বাছাই পর্বের ম্যাচটি খেলতে আগামী ৪ ডিসেম্বর কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের প্রথম লেগের লড়াইটি ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
কাতার ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, পাপ্পু হোসেন, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, রিয়াদুল হাসান, জামাল ভূইয়া, আতিকুর রহমান ফাহাদ, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, সাদ উদ্দিন, তৌহিদুল আলম সবুজ, রায়হান হাসান, রাকিব হোসেন, এম এস বাবলু, সুমন রেজা, মানিক হোসেন মোল্লা, মঞ্জুরুর রহমান মানিক ও ইয়াসিন আরাফাত।
কাতার-বাংলাদেশ ফুটবল ম্যাচ জামাল ভূঁইয়া বাফুফে বাংলাদেশ ফুটবল