Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকালে ‘গোল্ডেন বয়’, রাতে প্রতিপক্ষের জালে ৪ গোল


২২ নভেম্বর ২০২০ ১৫:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গতকাল সকালেই টুট্টোস্পোর্টের ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জিতলেন নরওয়ে এবং বুরুশিয়া ডর্টমুন্ড তারকা স্ট্রাইকার এর্লিং হালান্ড। আর এমন সম্মাননা অর্জনের পর রাতের প্রতিপক্ষের জালে গুনে গুনে চারবার বল পাঠালেন। জার্মান বুন্দেস লিগায় হার্থা বার্লিনের বিপক্ষে পিছিয়ে পড়া বুরুশিয়া ডর্টমুন্ডকে সমতায় ফেরানোর পর জয়টাও নিশ্চিত করেন এই নরওয়েজিয়ান।

জার্মান বুন্দেস লিগায় এবার যে রবার্ট লেভান্ডোফস্কির গোল করার একক আধিপত্য থাকবে না তা গত মৌসুমেই জানান দিয়েছিলেন এর্লিং হালান্ড। আর নতুন ২০২০/২১ মৌসুমে এসে তার প্রমাণও রাখছেন। লিগে ইতোমধ্যেই বায়ার্ন স্ট্রাইকার লেভা খেলেছেন ৭টি ম্যাচ আর গোল করেছেন ১১টি, অন্যদিকে হালান্ড সমান ম্যাচে লেভার থেকে একটি কম ১০টি গোল করে আছেন দ্বিতীয় স্থানে।

বিজ্ঞাপন

বার্লিনে বুন্দেস লিগার ৮ম রাউন্ডে হার্থা বার্লিনের আতিথ্য নেওয়া বুরুশিয়া ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে, আর প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে পিছিয়ে থেকেই। তবে দ্বিতীয়ার্ধে এ এক অন্যরকম হালান্ড। দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়ানোর দুই মিনিটের মাথায় এমরে ক্যানের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে সমতায় ফেরান হালান্ড। এরপর ৪৯ মিনিটে দ্বিতীয় গোল করে প্রথমবারের মতো এগিয়ে নেন দলকে।

এরপর ম্যাচের ৬২ মিনিটের মাথায় আরও এক গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক আর দলকে এগিয়ে নেন ৩-১ গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে মাত্র ১৬ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন হালান্ড। এরপর রাফায়েল গুয়েররো গোল করলে বড় জয় নিশ্চিত হয়ে যায় বুরুশিয়ার। কিন্তু তখনও ক্ষান্ত হননি হালান্ড। ম্যাচের ৭৯ মিনিটে হার্থার হয়ে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন মাথেউস চুনহা। এর কয়েক সেকেন্ড পরেই জুড বেলিংটনের অ্যাসিস্ট থেকে হালান্ড নিজের চতুর্থ গোল করেন।

হালান্ডের চার গোলে বুরুশিয়া জয় পায় ৫-২ গোলের ব্যবধানে। আর এক ম্যাচে চার গোল করে বুন্দেস লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা রবার্ট লেভান্ডোফস্কিকে প্রায় ধরে ফেলেছেন হালান্ড।

এর্লিং হালান্ড জার্মান বুন্দেস লিগা বুরুশিয়া ডর্টমুন্ড হার্থা বার্লিন বনাম বুরুশিয়া ডর্টমুন্ড হালান্ডের চার গোল হ্যাটট্রিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর