Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনামুক্ত জেমি ডে, চেষ্টা চলছে কাতার পাঠানোর


১ ডিসেম্বর ২০২০ ১৫:৪৬ | আপডেট: ১ ডিসেম্বর ২০২০ ১৫:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। কাতারে অবস্থানরত জাতীয় ফুটবল দলের কাছে তাকে পাঠানোর চেষ্টাও চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী শুক্রবার (৪ ডিসেম্বর) ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ড খেলতে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সে লক্ষ্যে জামাল ভূঁইয়া, মামুনুল ইসলামরা অনেক আগেই কাতার পৌঁছেছেন।

এদিকে, কাতারের স্বাস্থ্যবিধি মোতাবেক দেশটিতে গেলে নুন্যতম তিন দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ফলে জেমি কাল কাতারের উদ্দেশ্যে রওনা দিলেও কোয়ারেন্টাইন মেনে ম্যাচের দিন ডাগআউটে থাকতে পারবেন না। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, কোয়ারেন্টাইন সংক্ষিপ্ত করে ম্যাচের দিন জেমিকে ডাগআউটে রাখার অনুমতি পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

গত ১৭ নভেম্বর করোনা পজেটিভ হন জেমি ডে। বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি তিনি। ২২ তারিখ দ্বিতীয়বার পরীক্ষা করালেও জেমির পজেটিভ রেজাল্ট আসে। তার অনুস্থতিতে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের অধিনে কাতার গেছে জাতীয় দল।

জেমি ডে বাফুফে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর