Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরিফুলকে গড়ে তুলছেন মোস্তাফিজ


৫ ডিসেম্বর ২০২০ ১৯:৩২

তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম বয়সভিত্তিক ক্রিকেট থেকেই বেশ আলোচিত। বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাতে বড় অবদান ছিল তার। বড়দের সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও বেশ ভালো করছেন দীর্ঘদেহী পেসার। চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চার ম্যাচে ১৩.৮৫ গড়ে ইতোমধ্যেই ৭ উইকেট তুলে নিয়েছেন। গতি, সুইং, নিখুঁত ইয়র্কার, বাড়তি বাউন্স আর আগ্রসনে আলাদাভাবে নজর কাড়ছেন গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলা শরিফুল। একই দলে খেলছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। শরিফুল জানালেন, মোস্তাফিজের কাছ থেকে শিখছেন তিনি।

বিজ্ঞাপন

কীভাবে বোলিং করতে হবে, প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘায়েল করতে হবে তরুণ পেসারকে মাঠে তার তালিম দিচ্ছেন মোস্তাফিজ। প্রায় প্রতিবারই বোলিংয়ের আগে শরিফুলের সঙ্গে কথা বলছেন মোস্তাফিজ। শরিফুল বললেন, বিষয়টি ইনজয় করছেন তিনি।

শনিবার (৫ ডিসেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শরিফুল বলেন, ‘মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে বল করে খুবই ইনজয় করছি। সবসময়ই প্রতি ওভারে যাওয়ার আগে, বলের আগে ভালো পরামর্শ দিয়ে থাকেন। ম্যাচের পরে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী কীভাবে বল করতে পারি তা বলেন। দুইজনের মধ্যেই ভালো একটা কম্পিটিশন চলছে। ওনার সাথে সব কিছু শেয়ার করা যায়। উনি সবকিছু বলে সিচুয়েশন অনুযায়ী কীভাবে বল করতে হবে। খুব ভালো লাগে খুব মজা লাগে ওনার সাথে বল করতে।’

শরিফুলের আগ্রসন বারবারই বাড়তি আলোচনার খোরাক। প্রায় প্রতিবারই বোলিংয়ের পর ব্যাটসম্যানদের দিয়ে এগিয়ে যান, চোখে চোখ রাখেন। ভালো বোলিংয়ের পর মাঝে মধ্যে চোখরাঙানিও। শরিফুল বললেন, এসব তার অভ্যাস, ‘আগ্রাসন পজিটিভ ভুমিকা রাখে আর এটা অভ্যাস। ছোট বেলায় বোলিং করে আপনাতেই চলে যাই ব্যাটসম্যানের কাছে। এটার আগে থেকে কোন প্লানিং থাকে না।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর