করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া
১২ ডিসেম্বর ২০২০ ১৭:৪০
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
গত ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে বাংলাদেশ। তারপর ফুটবলাররা দেশে ফিরে এলেও জামাল কাতারে থেকে যান। ৫ ডিসেম্বর শরীরে জ্বর অনুভব করেন জামাল। পরে কোভিড-১৯ পরীক্ষা করলে ফল পজিটিভ আসে।
জানা গেছে, কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জামালের শারীরিক অবস্থার সার্বিক দেখভাল করছে। দোহারের একটি হোটেলে আইসোলেশনে আছেন জামাল।
কাতার থেকে সরাসরি ভারতে যাওয়ার কথা ছিল বাংলাদেশি তারকার। কলকাতা মোহামেডানের হয়ে আই-লিগ খেলার কথা ছিল জামালের। কিন্তু করোনায় আক্রান্ত হলে আপাতত তা আর হচ্ছে না।