উইসডেনের বর্ষসেরা একাদশে নেই কোহলি-স্মিথ
১৬ ডিসেম্বর ২০২০ ১৬:৫৪
বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানদের তালিকা করা হলে বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ নাম দুটো হয়তো শীর্ষ দুইয়েই থাকবে। অথচ ক্রিকেটের ‘বাইবেল’ খ্যাত উইসডেনের বর্ষসেরা একাদশে জায়গা হলো না তাদের! বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে উইসডেন। তাতে কোহলি, স্মিথের নাম নেই।
উইসডেনের একাদশে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে। কোহলি শুধু নয়, ভারতের কোনো ক্রিকেটারই নেই এই একাদশে। করোনা ভাইরাসই হয়তো এতে বড় দায়ী! করোনার কারণে এবছরের অনেকটা সময় ক্রিকেট হয়নি। টেস্ট হয়েছে মাত্র ১৮টি। অবশ্য গত বছরের ১১ ডিসেম্বর থেকে চলতি বছরের ১১ ডিসেম্বর পর্যন্ত হিসেবে ধরে একাদশ নির্বাচন করেছে উইসডেন। এই সময়ে ভারত খেলেছে মাত্র দুটি টেস্ট। তাতে নজড়কাড়া পারফরম্যান্স দেখাতে পারেনি কেউই।
কোহলি এসময়ে দুই টেস্ট খেলে করেছেন মাত্র ৩৮ রান, গড় ৯.৫০! স্মিথ অবশ্য তিন টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। তাতে রান করতে পেরেছেন ৪২.৮০ গড়ে ২১৪। সেঞ্চুরি পাননি। এমন পারফরম্যান্সের কারণেই একাদশে জায়গা হয়নি দুই তারকার।
ওপেনিংয়ে রাখা হয়েছে পাকিস্তানের শান মাসুদ ও ইংল্যান্ডের ডম সিবলি। টপঅর্ডারে কেন উইলিয়ামসনের সঙ্গে আছেন বাবর আজম। মিডলে মার্নাস লাবুশনে, বেন স্টোকস ও কুইন্টন ডি কক। বোলিং ডিপার্টমেন্টে কাইল জেমিন, টিম সাউদি ও স্টুয়ার্ট ব্রডের সঙ্গে একমাত্র স্পিনার নাথান লায়ন।
উইসডেনের বর্ষসেরা টেস্ট একাদশ
ডম সিবলি (ইংল্যান্ড), শান মাসুদ (পাকিস্তান), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড, অধিনায়ক), বাবর আজম (পাকিস্তান), মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া), বেন স্টোকস (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক), কাইল জেমিসন (নিউজিল্যান্ড), টিম সাউদি (নিউজিল্যান্ড), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ও নাথান লায়ন (অস্ট্রেলিয়া)।