Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে ফুটবল উৎসব


১৬ ডিসেম্বর ২০২০ ২৩:৩৮

প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বুধবার (১৬ ডিসেম্বর) বাফুফে ভবনসংলগ্ন কৃত্রিম টার্ফে অনুষ্ঠিত হয়েছে এই ম্যাচ।

প্রীতি ম্যাচে সবুজ দলকে ৩-০ গোলে হারিয়েছে লাল দল। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেছেন খোকন দাশ। অপর গোলটি করেছেন জাকির।

এদিকে, সাপোর্টার্স অফ বাংলাদেশ ফুটবল-এসবিএফের আয়োজনে একই মাঠে লিজেন্ডস মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত চার কিংবদন্তি ফুটবলার বাদল রায়, গোলাম রাব্বানি হেলাল, নওশেরুজ্জামান, নুরুল হক মানিককে স্মরণ করে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

প্রথম ম্যাচের আগে প্রয়াতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। টিম গোলাম রাব্বানি হেলাল ও টিম নুরুল হক মানিককে পেছনে ফেলে ফাইনাল খেলেছে টিম নওশেরুজ্জামান ও টিম বাদল রায়। ৪-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে টিম নওশেরুজ্জামান।

দুই প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফে বাংলাদেশ ফুটবল বিজয় দিবস ফুটবল ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর