Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুর্নামেন্ট সেরা মোস্তাফিজ, সেরা ব্যাটসম্যান লিটন


১৮ ডিসেম্বর ২০২০ ২২:১৯

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এক শিরোপা ছাড়া সব কিছুই জিতল গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্নামেন্টে ১১ ম্যাচ খেলে ৮টিতে জিতেও শিরোপা ঘরে তোলা হয়নি বন্দরনগরীর দলটির। অপর দিকে খুলনা ১০ ম্যাচের ছয়টি জিতেই শিরোপার দেখা পেলো। ফাইনালে খুলনার বিপক্ষে ৫ রানে হেরেছে চট্টগ্রাম। তবে শিরোপা না জেতা চট্টগ্রাম বাকি প্রায় সবই জিতে নিয়েছে। টুর্নামেন্ট সেরা, সেরা বোলার, সেরা ব্যাটসম্যান এবং স্পেশাল পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেয়েছেন চট্টগ্রামের ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান। ১০ ম্যাচে ২২ উইকেট নিয়ে অনেকটা এগিয়ে থেকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী গাজী গ্রুপের পেসার। মোস্তাফিজ রান দেওয়া ক্ষেত্রেও বড্ড কিপটে। ওভারপ্রতি রান খরচ করেছেন মাত্র ৬.২৫ করে। নিয়মিত উইকেট তুলে নেওয়ার পাশাপাশি স্লগ ওভারে কম রান দিয়ে প্রতি ম্যাচেই বিপদে ফেলেছেন প্রতিপক্ষকে। টুর্নামেন্ট সেরা বোলারও নির্বাচিত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সেরা ব্যাটসম্যান নির্বাচিত হওয়া লিটন দাস ফাইনালে আজ ব্যর্থ হয়েছেন। তবে টুর্নামেন্ট জুড়ে দারুণ ব্যাটিং করেছেন। ১০ ম্যাচে ৪৯.১২ গড়ে রান করেছেন ৩৯৩। ফাইনালে ৪৮ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ রিয়াদ হয়েছেন ফাইনাল সেরা।

এছাড়া টুর্নামেন্টে নজরকাড়া চারজন ক্রিকেটারকে স্পেশাল পারফরম্যান্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সেই চারজন হলেন নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম ও রবিউল ইসলাম রবি।

বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন যারা:

টুর্নামেন্ট সেরা: মোস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম)

ফাইনাল সেরা: মাহমুদউল্লাহ (জেমকন খুলনা)

টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান: লিটন কুমার দাস (গাজী গ্রুপ চট্টগ্রাম)

টুর্নামেন্টে সেরা বোলার: মোস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম)

স্পেশাল পারফরম্যান্স অ্যাওয়ার্ড: নাজমুল হোসেন শান্ত (মিনিস্টার গ্রুপ রাজশাহী), পারভেজ হোসেন ইমন (ফরচুন বরিশাল), শরিফুল ইসলাম (গাজী গ্রুপ চট্টগ্রাম) ও রবিউল ইসলাম রবি (বেক্সিমকো ঢাকা)।

গাজী গ্রুপ চট্টগ্রাম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাহমুদউল্লাহ মোস্তাফিজুর রহমান লিটন কুমার দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর