৪-০ এড়াতে যা করতে হবে ভারতকে
২২ ডিসেম্বর ২০২০ ১৯:২৯
অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে ভারতের মাত্র ৩৬ রানে গুটিয়ে যাওয়া নিয়ে বেশ হইচই হচ্ছে।অস্ট্রেলিয়ার দুই পেসার জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের পেস, সুইং আর বাউন্সে ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জায় পড়েছে ভারত। এদিকে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভণ্ডুর দলকে রেখে ফিরে আসছেন ভারতের সেরা ক্রিকেটার বিরাট কোহলি।
৩৬ রানে গুটিয়ে গিয়ে ভারতীয়দের আত্মবিশ্বাস যতোটা তলানিতে পৌঁছেছে কোহলিহীন ভারত সেখান থেকে ফিরে আসতে পারবে বলে মনে করছেন না অনেকেই। চার ম্যাচের সিরিজে ভারতীয়দের ৪-০ তে হারার সম্ভাবনা দেখছেন অনেকে। দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান সুনিল গাভাস্কারও তাদের দলে। তবে গাভাস্কার মনে করছেন ইতিবাচক মানসিকতা ভারতকে এই কঠিন পরিস্থিতি থেকে ফিরিয়ে আনতে পারে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘দলকে এখন বিশ্বাস রাখতে হবে। তবে সিরিজের বাকি অংশে তারা ফিরে আসতে পারে। ইতিবাচক থাকতে না পারলে ৪-০তে সিরিজ হেরে ফিরতে হবে। ইতিবাচক থাকতে পারলে, অবশ্যই ঘুরে দাঁড়ানো সম্ভব। মেলবোর্ন টেস্টে ভারতকে শুরুটা খুব ভালো করতে হবে। তরতাজা মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে।’
আগামী শনিবার থেকে মেলবোর্নে বক্সিংডে টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া-ভারত। কোহলি ছুটিতে আসছেন বলে দলে পরিবর্তন অনুমিতই ছিল। লোকেশ রাহুলের দলে অন্তর্ভূক্তির কথা শোনা যাচ্ছিল। গাভাস্কার আরও একটা পরিবর্তনের পরামর্শ দিলেন। অফ ফর্মে থাকা তরুণ ওপেনার পৃথ্বী শ’র বদলে অপর তরুণ শুভমান গিলকে একাদশে রাখার কথা বলেছেন তিনি।
গাভাস্কার বলেন, ‘দুটি পরিবর্তনের কথা ভাবতে পারে ভারত। পৃথ্বী শ-এর জায়গায় লোকেশ রাহুলকে দিয়ে ইনিংস ওপেন করানো উচিত। পাঁচ বা ছয়ে খেলানো উচিত শুভমান গিলকে। তার ফর্ম বেশ ভালো। শুরুটা আমরা ভালো করতে পারলে অবস্থায় পরিবর্তন হতে পারে।’
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারত। এবার তার বদলা নেওয়া সুযোগ নিশ্চয় হারাতে চাইবেন না অজিরা। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এরই মধ্যে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।
অস্ট্রেলিয়া-ভারত সিরিজ ২০২০ বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট সুনীল গাভাস্কার