এবার ম্যান সিটির কাছে বিধ্বস্ত আর্সেনাল
২৩ ডিসেম্বর ২০২০ ১০:২৮
টুর্নামেন্ট যেটাই হোক না কেন আর্সেনালের ভাগ্য কিছুতেই পরিবর্তন হচ্ছে না। ডিসেম্বরে ইউরোপা লিগে ডানডাকের বিপক্ষে জয়ের পর টানা চার ম্যাচ জয়হীন গানার্সরা। প্রিমিয়ার লিগে সাত ম্যাচ জয় পায়নি আর্সেনাল। এবার ইএফএল কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ৪-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল।
ইএফএল কাপে সিটিজেনরা নিজেদের সেরা একাদশ থেকে বেশিরভাগ খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েই আর্সেনালের বিপক্ষে দল সাজায়। তবে তাতেও শেষ রক্ষা হয়নি গানার্সদের। ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় অলেক্সান্ডার জিনচেঙ্কোর পাস থেকে গোল করে সিটিকে এগিয়ে নেন গ্যাব্রিয়েল জেসুস। তবে ৩২ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পাস থেকে গোল করে গানার্সদের সমতায় ফেরান অ্যালেক্সান্ডার লাকাজেথ।
প্রথমার্ধ সমতায় শেষ হলেও, বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে আর্তেতার দলকে চেপে ধরে সিটিজেনরা। অপেক্ষা করতে হয়নি খুব বেশি সময়, বিরতি থেকে ফিরে মাত্র ১০ মিনিট পরেই ম্যাচে আবারও লিড নেয় ম্যানচেস্টার সিটি। ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোল করে ব্যবধান ২-১ করে ম্যানসিটির রিয়াদ মাহারেজ। এর মাত্র মিনিট চারেক পর সিটিকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন ফিল ফোডেন।
ম্যাচের ৭৩ মিনিটে আর্সেনালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অ্যামেরিক লাপোর্তে। আর তাতেই ৪-১ গোলের জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে এটি আর্সেনালের তৃতীয় হার। যেখানে একটি জয় আর একটি ড্রও রয়েছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি এই নিয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত রইল।
আর্সেনাল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনালের হার ইএফএল কাপ এমিরেটস স্টেডিয়াম কোয়ার্টার ফাইনাল গানার্স সিটিজেন