উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি, চালকের আসনে কিউইরা
৫ জানুয়ারি ২০২১ ১২:৪৫
ইনিংসের ১৫১তম ওভারের চতুর্থ বলে থার্ড ম্যানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে হাটা শুরু করলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি হাঁটছেন আর তাকে চারপাশ থেকে পাকিস্তানি ক্রিকেটাররা অভিবাদন জানাচ্ছেন হাত মেলাচ্ছেন। কেনই বা করবেন না? ৩৬৪ বলে ২৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেই মাঠ ছাড়ছেন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান।
কিউইদের ব্যাটিং ইনিংসের ১৩৯তম ওভারের চতুর্থ বলে শাহিন শাহ্ আফ্রিদির করা বল মিড উইকেট ও মিড অনের মধ্যে ফাঁকা জায়গায় ঠেলে দিয়ে একটি রান নিলেন। আর তাতেই পূর্ণ টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। আর তাতেই কিউইদের ইতিহাসের সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি হাঁকান ক্রিকেটার বনে গেলেন। তবে এখনই এককভাবে শীর্ষে নয় উইলিয়ামসন, এদিন ব্রেন্ডন ম্যাককুলামের চারটি ডাবল সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন কেন। এর আগে দিনের শুরুতে ১১ রান করে তিনি নিউজিল্যান্ডের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৭০০০ রান পূর্ণ করেন। তাঁর আগে টেস্ট ক্রিকেটে ৭০০০ রান করা অন্য দুই কিউই হলেন রস টেলর ও স্টিফেন ফ্লেমিং।
ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনে ৩ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলে শেষ টেনেছিল কিউইরা। দ্বিতীয় দিন যেখানে শেষ করেছিল, তৃতীয় দিনে ঠিক সেখান থেকেই শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের চতুর্থ উইকেটের জুটির সঙ্গে তৃতীয় দিনে আরও ১৩৪ রান যোগ করেন কেন ও নিকোলস। আর তাতেই ৩৮৮ রানের জুটি হয় এই দুইয়ের।
দলীয় ৪৪০ রানে হেনরি নিকোলস ব্যক্তিগত ১৫৭ রানে ফিরলে ভাঙে এই জুটি। এরপর জলদিই ফেরেন বিজে ওয়াটলিং (৭)। তবে ৬ষ্ঠ উইকেটে ড্যারেল মিচেলের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়েন কেন। এর ভেতরেই নিজের ডাবল সেঞ্চুরিপূর্ণ করে ফেলেন তিনি। আর ড্যারেল মিচেল নিজের অর্ধ শতক তুলে নেন।
অধিনায়ক যখন আউট হয়ে ফিরছিলেন তখন কিউইরা এগিয়ে ২৮৮ রানে। তবে আরও কিছু রানের আশায় ব্যাট করতে থাকে বাকি ব্যাটসম্যানরা। দুর্দান্ত ব্যাট করতে থাকা মিচেলের জন্য ইনিংস ঘোষণায় কিছুটা বিলম্ব করে কেন। শেষ দিকে দুর্দান্ত ব্যাট করে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন এই অলরাউন্ডার। মিচেলের সেঞ্চুরিপূর্ণ হতেই ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
শেষ পর্যন্ত কিউইরা ৬ উইকেট হারিয়ে ৬৫৯ রানে ইনিংস ঘোষণা করে। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন তিন বোলার। শাহিন শাহ্ আফ্রিদি ১০১ রানের বিনিময়ে দুই উইকেট, মোহাম্মদ আব্বাস ৯৮ রানে দুটি আর ফাহিম আশরাফ ১০৬ রানে নেন দুটি উইকেট।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে মাত্র ১১ ওভার খেললেও এক উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। দলীয় মাত্র ৩ রানের মাথায় শান মাসুদের (০) উইকেটটি তুলে নেন কাইল জেমিসন। আর পাকিস্তান দিন শেষ করে ৮ রানে এক উইকেট হারিয়ে। উইকেটে আছেন আবিদ আলী (৭) ও মোহাম্মদ আব্বাস (১)। চতুর্থ দিনে ৩৫৪ রানে পিছিয়ে থেকে দিন শুরু করবে পাকিস্তান।
কিউই কেন উইলিয়ামসন ক্রাইস্টচার্চ টেস্ট টেস্টে ডাবল সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি দ্বিতীয় টেস্ট নিউজিল্যান্ড বনাম পাকিস্তান