রামোসের চুক্তি নবায়ন নিয়ে রিয়ালের টালবাহানা
৬ জানুয়ারি ২০২১ ১২:২৪
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বছরের চুক্তি প্রস্তাব করা হয়েছে, আগের বেতনের সমান বেতনেই। কিন্তু এখানেই সার্জিও রামোস বেঁকে বসেছেন। তিনি চাইছেন কমপক্ষে দুই বছরের চুক্তি। ৩৪ বছর সার্জিও রামোস এখনও বিশ্বের সেরা ডিফেন্ডারের একজন। তাঁর শারীরিক অবস্থা থেকে অনেকেই বলে থাকেন এখনও তিন থেকে চার বছর সর্বোচ্চ পর্যায়ের ফুটবল তিনি খেলতে পারবেন।
চুক্তি নবায়নের ব্যাপারে এখনও দুই পক্ষের কেউই অফিসিয়ালি কোনো বক্তব্য রাখেননি। আর দলের ম্যানেজার জিনেদিন জিদানও এসব নিয়ে কোনো প্রকার কথা বলেননি। দিন যতই গড়াচ্ছে ততই ধোঁয়াশে হয়ে উঠছে সার্জিও রামোসের চুক্তি নবায়নের ব্যাপারটি।
এদিকে আবারও বায়ার্ন মিউনিখের অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবার প্রতি রিয়াল মাদ্রিদের আকর্ষণের কথাও বেশ চাওড় হয়ে উঠেছে। আগামি জুনে ফ্রি এজেন্ট হয়ে যাবেন আলাবা আর ধারণা করা হচ্ছে তাকেই সার্জিও রামোসের পরিবর্তে রিয়াল মাদ্রিদে দেখা গেলেও যেতে পারে।
চুক্তি নবায়ন চুক্তি নবায়নে টালবাহানা ফ্লোরিন্তিনো পেরেজ রিয়াল মাদ্রিদ সার্জিও রামোস স্প্যানিশ লা লিগা