Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুতি ভালো হচ্ছে: মাহমুদউল্লাহ


১৪ জানুয়ারি ২০২১ ১৯:৪৫

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে চারদিন অনুশীলনের পর আজ নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশি ক্রিকেটাররা। কাগজে-কলমে ম্যাচ প্রস্তুতিটাকে ভালো বলা যাবে না। ম্যাচটা ওয়ানডে হলেও স্কোর দুইশ পর্যন্তও যায়নি। মাহমুদউল্লাহ ও হাসান মাহমুদ ছাড়া সেভাবে আলো ছড়াতে পারেননি কেউই। তবে ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদ বললেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতিটা বেশ ভালোই হচ্ছে।

বিজ্ঞাপন

প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আসন্ন সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদও শোনালেন, ‘আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালো হচ্ছে। আমরা বেশ ইতিবাচক এই সিরিজের ব্যাপারে। আমি মনে করি আমরা কিছু ভালো ক্রিকেট উপহার দিতে পারবো।আমি আশাবাদী যে আমরা সিরিজ জিতবো ইন শা আল্লাহ।’

অল্প রানের ম্যাচ হওয়ার বিষয়ে বোলারদের কৃতিত্ব দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার, ‘সবমিলিয়ে ভালো, আমার মনে হয় বোলাররা ভালো বল করেছে। দুই দলের বোলাররাই ভালো বল করেছে। উইকেট সম্ভবত শুরুর দিকে কিছুটা মুভমেন্ট ছিল। দ্বিতীয় ইনিংসে বেটার হয়েছে উইকেট। কিন্তু সর্বোপরি ভালো অনুশীলন হয়েছে। যেটা বললাম শুরুতে উইকেটে মুভমেন্ট ছিল। নতুন বলে আমাদের বোলাররা ভালো জায়গায় বল করেছে। শুরুতে আমরা কিছু উইকেট তুলে নিয়েছি। এ জন্যই তারা কিছুটা চাপে ছিল। কিন্তু ওভারঅল দুই দলের বোলাররাই ভালো বল করেছে। আমি মনে করি দিনটা বোলারদেরই ছিল।’

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাওয়া সাকিব আল হাসান আজও রান পাননি। কিছুদিন আগের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়া সাকিব আজ উইকেটে সেট হতে সংগ্রম করছিলেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ২৩ বল খেলে করেছিলেন ৯ রান। তখনই ঘটে এক বিপত্তি। দুর্ভাগ্যবশত রান আউট হয়ে ক্রিজ ছাড়তে হয়েছে তারকা ক্রিকেটারকে।

সেই আক্ষেপ ঝড়ল মাহমুদউল্লাহর কণ্ঠেও। বলেছেন, ‘সাকিবের রান আউটটা দুর্ভাগ্যজনকভাবে হয়ে গেছে। ননস্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানের গায়ে লেগে বলটা বোলারের কাছে চলে গেছে। নরমালি থাকলে হয়তো এটা সহজ রান হত।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে গত ১০ জানুয়ারি ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে জানুয়ারির ২০ তারিখে।

ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মাহমুদউল্লাহ রিয়াদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর