Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন টাইগাররা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২১ ১২:৫৮ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১৩:১০

‘বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২১’ এর ঢাকার প্রথম পর্বের খেলা শেষ। এবার অপেক্ষা চট্টগ্রাম পর্বের। সেই লক্ষ্যেই বন্দরনগরীর উদ্দেশ্যে রাজধানী ছেড়েছে টিম বাংলাদেশ ও উইন্ডিজ ক্রিকেট দল।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে তারা রওনা হয়ে গেছেন।

চট্টগ্রামে পৌঁছে আগামীকাল অনুশীলন শেষে ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আর এর মধ্য দিয়েই অতিথিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হবে ডমিঙ্গো শিষ্যদের। বলে রাখা ভালো, সিরিজে ২-০ তে এগিয়ে টাইগাররা।

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজ শেষে আগামী ২৯-৩১ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৩-৭ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর এর মধ্য দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্বের খেলা। এরপর সিরিজ ফিরবে ঢাকায়।

১১-১৫ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট।

সারাবাংলা/এমআরএফ/এসএস

চট্টগ্রাম অংশ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী টপ নিউজ ঢাকা ছেড়েছেন তৃতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসের মানে অবনতি
১২ জুলাই ২০২৫ ১২:৩৮

আরো

সম্পর্কিত খবর