Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ল্যাম্পার্ড বহিষ্কার, চেলসির দায়িত্ব নিচ্ছেন তুখেল

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১ ১৭:০৬

চেলসির দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমটা দুর্দান্ত কাটালেও দ্বিতীয় মৌসুমে এসে দলকে নিয়ে ভালো ফলাফল এনে দিতে পারছিলেন না ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। আর বাজে পারফরম্যান্সের ফলাফল স্বরূপ বহিষ্কার হলেন চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। গুঞ্জন শোনা যাচ্ছে চেলসির ডাগ আউটের দায়িত্ব পেতে যাচ্ছেন সদ্যই পিএসজি থেকে বহিষ্কার হওয়া থমাস তুখেল।

২০১৯ সালে চেলসির দায়িত্ব নেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। তার ১৮ মাস পরে এসে দায়িত্ব হারালেন এই ইংলিশ মিডফিল্ডার। এফএ কাপে লওটনের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যেই এসেছে এই সংবাদ।

বিজ্ঞাপন

এফএ কাপে দুর্দান্ত পারফর্ম করলেও প্রিমিয়ার লিগে মোটেও ভালো পারফর্ম করছিল না অল ব্লুজরা। আর তাতেই ল্যাম্পার্ডের ওপর থেকে ধৈর্য্য হারিয়ে ফেলে চেলসির মালিক রোমান আব্রাহামোভিচ। চলতি মৌসুমের শুরুতেই ২০০ মিলিয়ন ইউরোরও বেশি খরচ করে জার্মানি থেকে টিমো ভার্নার, কাই হার্ভটজ, বেন চিলওয়েল, হাকিম জিয়েচের মতো খেলোয়াড়দের দলে এনেছিলেন ল্যাম্পার্ড।

তবে দুর্দান্ত সব তরুণ খেলোয়াড়দের দলে ভিড়িয়েও কাঙ্ক্ষিত ফলাফল মিলছিল না। বর্তমানে ইপিএলের পয়েন্ট টেবিলে ৯ নম্বরে অবস্থান করছে চেলসি। ১৯ ম্যাচে মাত্র ৮টি ম্যাচেই জয়ের মুখে দেখেছে ল্যাম্পার্ডের দল। তবে বিপরীতে পাঁচটি ড্র আর ৬টি হারের মুখ দেখতে হয়েছে।

সারাবাংলা/এসএস

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসি তুখেল নতুন কোচ থমাস তুখেল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বহিষ্কার চেলসির কোচ ল্যাম্পার্ড বহিষ্কার

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর