আমাদের লক্ষ্য টেস্টে উন্নতি করা: ডমিঙ্গো
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১৬
চলতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হয়েছে বেশ বাজে। উইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টটি বাদ দিলে এখন পর্যন্ত জয় আসেনি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচেও। তবে এবার ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী টাইগাররা। আর টাইগারদের কোচ রাসেল ডমিঙ্গোর চোখ টেস্টে দলের উন্নতির দিকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে এমন আশাবাদ ব্যক্ত করলেন প্রোটিয়া এই কোচ।
জহুর আহমেদে চতুর্থ দিনে টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে মুমিনুল হকের শতকের পর ৩৯৫ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দেয় উইন্ডিজের সামনে। এরপর চতুর্থ ইনিংসে বল হাতে জ্বলে ওঠেন মেহেদি হাসান মিরাজ। একাই তুলে নিয়েছেন উইন্ডিজের তিনটি উইকেট। তবে কেবল এই টেস্টের দিকেই নজর দিয়ে রাখেননি ডমিঙ্গো। তার দূরদর্শী চিন্তাতে রয়েছে টাইগারদের টেস্ট ক্রিকেটের উন্নতি।
চতুর্থ দিন শেষে সাংবাদিকদের রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটের দিকে নিজদের নজর দিতে চাই। আর আমরা সত্যিই উন্নতি করতে চাই এই ফরম্যাটে। আমরা জানি যে আমাদের ঘরের মাঠের বাইরের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তবে আমাদের এই দলের আরও অনেক টেস্ট খেলার দরকার রয়েছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেক দল ১৬ থেকে ১৭টি টেস্ট খেলে ফেলেছে। আর আমরা তৃতীয়বারের মতো খেলতে নেমেছি।’
ডমিঙ্গো আরও বলেন, ‘দেখুন বছরে চারটা মাত্র টেস্ট খেলে নিজেদের ফর্ম ধরে রাখা সম্ভব নয়। টানা খেললে তবেই ভালো পারফরম্যান্স দেওয়া সম্ভব হয়। আমরা যত বেশি খেলবো ততই ভালো পারফরম্যান্স করবো। আশা করছি আমাদের পারফরম্যান্স দিন দিন আরও ভালো হবে।’
এদিকে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। এরপর এমআরআই করানো হয় সাকিবের। তাকে এখনও পর্যবেক্ষণে রেখেছে বিসিবি’র ফিজিও। সাকিবের ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘সাকিব কুঁচকিতে ব্যথা পেয়েছে। তাকে শেষ দুইদিন ধরে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে নিয়ে কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখনও বলা সম্ভব হচ্ছে না যে তাকে আমরা পরের টেস্টে পাবো কিনা।’
সারাবাংলা/এমআরএফ/এসএস
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী চতুর্থ দিন প্রথম টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ রাসেল ডমিঙ্গো