সেরেনাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওসাকা
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১২:৩২
টানা ২০তম জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন নাওমি ওসাকা। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন ওসাকা। তিনবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী নাওমি ৬-৩, ৬-৪ সেটে সেরেনাকে উড়িয়ে ফাইনালে ওঠেন।
জাপানিজ এই তারকা ফাইনালে আমেরিকার জেনিফার ব্র্যাডি অথবা চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভার বিপক্ষে আগামি শনিবার লড়াইয়ে নামবেন।
সেরেনাকে হারিয়ে ওসাকা বলেন, ‘আমি অনেক ভয়ে ছিলাম। প্রথম দিকে আমি খেলতেই পারছিলাম না। তবে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়েছি। আর নিজের খেলাটা খেলেছি।’
ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে সেরেনা উইলিয়ামসকে।
ওসাকা আরও বলেন, ‘সেরেনার বিপক্ষে খেলাটা অনেক সম্মানের। আমি তার বিপক্ষে আক্রমণাত্মক হয়ে খেলতে চাইনি। আমি কেবল নিজের সেরাটা দিতে চেয়েছিলাম।’
সারাবাংলা/এসএস
অস্ট্রেলিয়ান ওপেন ওসাকা বনাম সেরেনা ওসাকার জয় মেয়েদের একক সেমিফাইনাল সেরেনা উইলিয়ামস সেরেনার রেকর্ড ভাঙল