Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছিলেন তামিম

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৩

দেশের বাকি আট দশ জন মানুষের মতো তামিম ইকবালও করোনার ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছিলেন। ভেবেছিলেন কিনা কি হয়ে যায়! কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পারিপার্শ্বিকতা থেকে যখন জানতে পারলেন যে, কোনো ক্ষতি নেই, তখন ভ্যাকসিন নিতে মনস্থির করলেন দেশ সেরা রান সংগ্রাহক।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান শেষে তিনি এ কথা জানান।

তামিম বলেন, ‘দেখেন ভয় অবশ্যই ছিল, এটা অস্বীকার করব না। সবার মনেই থাকতে পারে। জিনিসটা নিয়ে যদি একটু জানা যায় হয়তো জিনিসটা নিয়ে আপনি যখন কেউ বোঝাবেন তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন। আমাকে যখন প্রথম অ্যাপ্রোচ করা হয়েছিল তখন আমিও সিওর ছিলাম না নিবো কি নিবো না। কিন্তু যখন এটা নিয়ে কথা বলেছে বিসিবি, বিভিন্নজন বুঝিয়েছে যে এই সিনড্রোমস হতে পারে । তো এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি নিতেেই পারি।’

টিকা নিয়ে নিজেকে ভাগ্যবান উল্লেখ করে তামিম বলেন, ‘আমরা অনেক লাকি বাংলাদেশিরা অনেক লাকি যে এতো তাড়াতাড়ি ও সুন্দরভাবে জিনিসটা নিতে পারছি এবং ভ্যাকসিন পাচ্ছি।’

করোনাভাইরাসের টিকা আবিষ্কারের পর থেকেই নানা ধরনের নেতিবাচক কথা সংবাদ মাধ্যমগুলোতে প্রচার হয়ে আসছিল। তামিম মনে করেন, এ ধরনের সংবাদ পরিহার করে ইতিবাচক সংবাদ প্রচার করলে মানুষ ভ্যাকসিন নিতে উৎসাহ বোধ করবে।

‘আসলে সাধারণ মানুষ না আমার কাছে মনে হয় যে এই পুরা জিনিসটাই যেভাবে বাংলাদেশ সরকার করছে এটা আসলে উৎসাহিত করার মতোই। আসলে আমরা বিভিন্ন ধরনের নেতিবাচক কথাগুলো সবসময় তুলে ধরি কিন্তু এই একটা জিনিস আমার কাছে মনে হয় যে ইতিবাচক জিনিসটা আমাদের শেয়ার করা উচিত।’

বিজ্ঞাপন

মহামারিকালে দেশের মানুষের জীবনের সুরক্ষা কথা চিন্তা করে করোনার ভ্যাকসিনের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের সবাইকে অভিনন্দন জানালেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ব্যাটসম্যান। আর প্রধানমন্ত্রীকে জানালেন অশেষ ধন্যবাদ।

‘আমি অভিনন্দন জানাতে চাই যারা এটার সঙ্গে সম্পৃক্ত আছে। আমরা যতটুকু জানি আমরা ১২ নম্বরে আছি ভ্যাকসিনেশনে। এই মাসের শেষে এমনও হতে পারে যে সেরা ৪ বা ৫-এ এর ভেতরে এসে যাবো। এটা অনেক বিশাল একটা অর্জন আমি মনে করি। এটার জন্য আমার কাছে মনে হয় যে যারাই সম্পৃক্ত অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। আমাদের প্রধানমন্ত্রী যে এই জিনিসটা ভালোভাবে করে দিয়েছেন সবার জন্য। উনাকেও ধন্যবাদ।’

‘আমরা ভাগ্যবান যে আমরা এই জিনিসটা পাচ্ছি। আমরা যে প্রথম সারির দেশ বলি অনেক দেশে কিন্তু এই পরিমাণ ভ্যাকসিনেশন দেয়াই হয়নি সেখানে আমরা মোটামুটি ১২ নম্বর দেশ।’ যোগ করেন তামিম।

সারাবাংলা/এমআরএফ/এসএস

করোনা ভ্যাকসিন টপ নিউজ টাইগার ক্রিকেটারদের ভ্যাকসিন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভয় পাচ্ছিলেন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর