বাংলাদেশের অচেনা শক্তি নিয়ে সাবধান নিউজিল্যান্ড
১৯ মার্চ ২০২১ ১৭:০৭
নিউজিল্যান্ডে কিউইদের বিপক্ষে এর আগে কখনোই জিতেনি বাংলাদেশ। ২৬ ম্যাচ খেলে হারতে হয়েছে প্রতিটিতেই। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলছিলেন, এবার সেই বন্ধ্যাত্ব ঘোচাতে বদ্ধ পরিকর বাংলাদেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দেশে জিততে হলে ভালো পেস আক্রমণ দরকার- ক্রিকেটে এই কথার বেশ প্রচলন আছে। বাংলাদেশ এবার একঝাঁক তরুণ পেস বোলার নিয়ে গেছে নিউজিল্যান্ডে। তামিমকে আত্মবিশ্বাসী করছে সেটাই।
রুবেল হোসেন নিউজিল্যান্ডের বিপক্ষে বরাবরই ভালো খেলেন। মোস্তাফিজুর রহমান ফিরেছেন চেনা ছন্দে। তাসকিন আহমেদ ও আল আমিন হোসেনরা সম্প্রতি দারুণ বোলিং করেছেন, সঙ্গে আছেন সাইফউদ্দিন। মনে করা হচ্ছে, বাংলাদেশ বাড়তি শক্তি ভাবছে হাসান মাহমুদ, শরিফুল ইসলামদের।
ঘরের মাঠে গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অভিষেক হওয়া তরুণ পেসার হাসান মাহমুদকে আগে কখনো মোকাবিলা করেনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। অভিষেকের দুয়ারে থাকা আরেক তরুণ শরিফুলকে খেলার তো প্রশ্নই উঠে না। এই দুজন নিউজিল্যান্ডের জন্য একেবারেই নতুন। ওদিকে, কিউইদের সেরা দুই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও রস টেলর খেলছেন না প্রথম ওয়ানডেতে। উইলিয়ামসন, টেলরদের অনুপস্থিতিতে গতিময় অচেনা তরুণ পেসারদের নামিয়ে কিউইদের চমকে দেওয়ার পরিকল্পনা হয়তো করছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড বলছেন, সব ধরনের প্রস্তুতিই নেওয়া আছে তাদের। বাংলাদেশের অচেনা তরুণদের জন্যও প্রস্তুত তারা।
শনিবার (২০ মার্চ) ভোরে ডানেডিনে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তার আগে বাংলাদেশের তরুণ পেসারদের প্রসঙ্গে কিউই কোচ বলেন, ‘তারা (বাংলাদেশ) যা, যা করতে পারে সেসব মাথায় রেখে সব রকম প্রস্তুতিই আমরা সেরেছি। যদি অনভিজ্ঞ এবং তরুণদের তারা খেলায়, তাহলে আমাদের তরুণদের জন্য খুব অসুবিধা হওয়ার কথা নয়। তবে আমার কাছে মনে হয়, বাংলাদেশ দলটা উন্নতি করছে। তাদের দলের গভীরতাও বেড়েছে। আমরা তাদের মোটেও হালকা চোখে দেখছি না। কীভাবে ভালো করতে হয়, সেটা তারা গত তিন-চার বছরে শিখেছে।’
তার আগে তামিম বলেছেন, ‘দেখেন আমাদের এবার যে পেস আক্রমণ সেটা হয়তোবা আগে যতবার এসেছি তার চেয়ে ভালো অবস্থায় আছে। ভালো অবস্থায় আছে অবশ্যই ভালো করাও লাগবে কিন্তু এতটুক বলতে পারি যে এখন যে গ্রুপটা আছে পেস বোলারদের, তারা খুবই ভালো। দ্বিতীয়তো আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় বিদেশ সফরগুলোতে নিজের প্রতি বিশ্বাস। আমার কাছে মনে হয় যে দলে বিশ্বাস আছে তারা কিছু করতে চায়।’
প্রথম ওয়ানডে মাঠে গড়াবে শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায়।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।
তামিম ইকবাল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ মোস্তাফিজুর রহমান রুবেল হোসেন